E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জয়ের লক্ষেই মাঠে নামবে টাইগাররা

২০১৫ এপ্রিল ২৪ ১৩:৫৭:৪৭
জয়ের লক্ষেই মাঠে নামবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ১৬ বছরের জয়ের খরা কাটিয়ে পাকিস্তান দলকে হোয়াইটওয়াশ করার পর এবার টি২০ ম্যাচেও জয়ের খরা কাটাতে আজ মাঠে নামছে টাইগাররা।

ওয়ানডে সিরিজের আগে পাকিস্তানকে অপেক্ষাকৃত অনভিজ্ঞ দল বলা হচ্ছিল। এবার টি২০ ম্যাচের আগে বাংলাদেশকে বলা হচ্ছে ‘অনভিজ্ঞ’। বিশ্বকাপের পর বাংলাদেশের আর কোনো টি২০ ম্যাচ খেলেনি। ওয়েস্ট ইন্ডিজের সফরে একটি ম্যাচ থাকলেও বৃষ্টির কারণে সেটি পরিত্যক্ত হয়। টি২০ ক্রিকেটের জন্য কোনো ঘরোয়া টুর্নামেন্টেরও আয়োজন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই ফরম্যাটে এখন পর্যন্ত ৪১ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ১১টি। এর আগে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলেছে দুটি ম্যাচ। দুই ম্যাচেই ৫০ রানের ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। অন্যদিকে পাকিস্তান বিশ্বের অন্যতম সেরা টি২০ দল হিসেবে বিবেচিত। ৮১ ম্যাচ খেলে তারা জিতেছে ৫০ ম্যাচে।

ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর কোনো সমীকরণকেই আর সামনে আনতে রাজি নন মাশরাফি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি২০ পরিসংখ্যানটা ৭-১-এ লেখাতে চান তিনি।

বৃহস্পতিবার টাইগার অধিনায়ক বলেন, ‘এই ফরম্যাটে আমাদের এখনও অনেক সমস্যা আছে। কিন্তু ছেলেরা ভালো করলে এ ম্যাচেও জেতা সম্ভব।’ আজ অপেক্ষা টি২০ ক্রিকেটেও পাকিস্তানকে ধরাশায়ী করার।

তাহলে কী আজই মাশরাফির হাতে উঠছে দুটি ট্রফি! এটা দেখার অপেক্ষাই এখন দেশজুড়ে। ওয়ানডে সিরিজ জয়ের পর ট্রফি দেয়া হয়নি। আজ মিরপুরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই দুই সিরিজের ট্রফি তুলে দেবেন বিজয়ীদের হাতে। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচটি দেখা যাবে বিটিভি ও জিটিভিতে।

(ওএস/এএস/এপ্রিল ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test