E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেহজাদ-আফ্রিদি-মুক্তার সাজঘরে

২০১৫ এপ্রিল ২৪ ১৯:৩৫:৫৯
শেহজাদ-আফ্রিদি-মুক্তার সাজঘরে

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আহমেদ শেহজাদের পর বুম বুম আফ্রিদি ও মুক্তার আহমেদকে সাজঘরে ফেরালেন টাইগাররা। এছাড়া বিপক্ষ শিবির পাকিস্তানের রান নিয়ন্ত্রণে ভালোই চাপে রেখেছে বাংলাদেশ। এ সংবাদ খেলার সময় পাকিস্তানের সংগ্রহ ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৬ রান।  ম্যাচে প্রথম উইকেট আহমেদ শেহজাদকে সাজঘরে ফিরিয়েছেন পেসার তাসকিন আহমেদ। এর কিছুক্ষণ পরই আজকের ম্যাচে অভিষেক হওয়া মোস্তাফিজুর সাজঘরে ফেরান আফ্রিদিকে।

ওয়ানডে সিরিজের মতো আজকের ম্যাচও উপভোগ করতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটেছে। বিকেল থেকেই যাদের কাছে টিকিট আছে এমন ক্রিকেটপ্রেমী এবং যাদের কাছে টিকিট নেই এমন ক্রিকেটপ্রেমীরাও এখানে এসে সমাগম করছে।

সরেজমিন ঘুরে আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদ আরমান ও শিমুল রহমান জানান, দর্শনার্থীরা জাতীয় পতাকা হাতে এবং লাল-সবুজের টি-শার্ট, ফতুয়া বা পাঞ্জাবি পড়ে স্টেডিয়াম এলাকায় ভিড় করছে। পুরো স্টেডিয়াম এলাকায় এখন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে পাকিস্তানকে প্রথমবারের বাংলাওয়াশ করে টাইগাররা। আজকের ম্যাচেও জয় চায় টাইগারবাহিনী।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো।

বাংলাদেশ দল :
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদুল্লাহ রিয়াদ, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তান দল :
শহীদ আফ্রিদি, আহমেদ শেহজাদ, হারিস হোসেল, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাফিজ, মুক্তার আহমেদ, সারফরাজ আহমেদ, সোহেল তানভির, উমর গুল, ওয়াহাব রিয়াজ ও সাঈদ আজমল।

(ওএস/পি/এপ্রিল ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test