E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রথম ম্যাচেই জাত চেনালো মুস্তাফিজুর

২০১৫ এপ্রিল ২৪ ২০:৪১:২৯
প্রথম ম্যাচেই জাত চেনালো মুস্তাফিজুর

স্পোর্টস ডেস্ক, ঢাকা : প্রথম বল দিয়ে আসলে তাকে বোঝাই গেল না! পাকিস্তানের অভিষিক্ত অল রাউন্ডার মুখতার আহমেদের বিপক্ষে বলটা চলে গেল লেগ সাইড দিয়ে। ওয়াইড বল! কিন্তু, ঠিক তৃতীয় বলে আহমেদ শেহজাদকে যেভাবে পরাস্ত করলেন তাতেই বোঝা হয়ে গেল তার জাত। অথচ সেই মুস্তাফিজুর রহমানের বয়স মাত্র ১৯ বছর ২৩০ দিন!

উইকেট পেলেন দুটি; এর মধ্যে পাকিস্তানের অধিনায়ক শহীদ খান আফ্রিদির উইকেটটা নিয়ে একটু সন্দেহ থাকলেও তাতে মুস্তাফিজকে খাঁটো করার কোন সুযোগ নেই। ইনিংস শেষে তাই নি:সন্দেহেই ইনিংসের সেরা বোলার এই তরুন।

চার ওভার বল করে, রান দিয়েছেন মাত্র ২০ টি! টি-টোয়েন্টিতে একজন অধিনায়ক তার বোলারের কাছ থেকে এর চেয়ে বেশি কিই বা চাইতে পারেন।

গতি ১৩০ থেকে ১৩৫; এর চেয়েও ভাল হল বলের উপর তার নিয়ন্ত্রন। দ্বিতীয় ওভারে যেভাবে তিনি আহমেদ শেহজাদকে জব্দ করে গেলেন তাতে দারুন এক ভবিষ্যতেরই সম্ভাবনাই জেগে উঠলো বারবার!

(ওএস/পি/এপ্রিল ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test