E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টেস্টে তামিমের তিন সেঞ্চুরি

২০১৫ মে ০১ ১৭:৩২:০৭
টেস্টে তামিমের তিন সেঞ্চুরি
 
 
 

স্পোর্টস ডেস্ক : খুলনা টেস্টে সেঞ্চুরির মাধ্যমে টানা তিন টেস্টে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন তামিম ইকবাল। জুনায়েদ খানকে ব্যাক-টু ব্যাক চার মেরে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ১২৩ বলে ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে তিনি ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

 

এদিকে চতুর্থদিনে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের উদ্বোধনী জুটিতে ভালোই জবাব দিচ্ছে টাইগারাবহিনী। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৩২ রান। জবাবে সফরকারী পাকিস্তান ৬২৮ রানে অলআউট হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেট ৫৮ ওভারে ২৫৯ রান।

এর আগে, খুলনা টেস্টে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ৬২৮ রানে অলআউট হয় সফরকারী পাকিস্তান। আগের দিন ৫ উইকেট হারিয়ে ৫৩৭ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল তারা। চতুর্থ দিনের প্রথম সেশনে বাকি ৫টি উইকেট হারিয়ে দলীয় স্কোরে ৯১ রান যোগ করে পাকিস্তান। ফলে ৬২৮ রান তুলে অলআউট হয়ে যায় তারা।

তৃতীয় দিন শেষে পাকিস্তান ১৪৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৩৭ রান সংগ্রহ করেছিল। আসাদ শফিক ৫১ আর সরফরাজ আহমেদ ৫১ রান নিয়ে অপরাজিত ছিলেন। বৃহস্পতিবার ১ উইকেটে ২২৭ রান নিয়ে খেলা শুরু করে পাকিস্তান।

আজহার আলির সঙ্গে হাফিজের আগের দিনের ১৭৭ রানের জুটিকে ২২৭ পর্যন্ত এগিয়ে নেওয়ার পর আঘাত হানেন শুভাগত হোম চৌধুরী। তার বলে বোল্ড হওয়ার আগে ৮৩ রান করেন আজহার। তৃতীয় উইকেটে হাফিজের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে ফিরে যান ইউনুস খান (৩৩)। তাইজুল ইসলামের বলে বোল্ড হন পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

অধিনায়ক মিসবাহ-উল-হকের সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে বিদায় নেন প্রথম দ্বিশতকের স্বাদ পাওয়া মোহাম্মদ হাফিজ। আউট হওয়ার আগে এই অল-রাউন্ডার করেন ২২৪ রান। লেগ স্ট্যাম্পের বাইরের বল সুইপ করতে গিয়ে লেগ স্লিপে মাহমুদউল্লাহর ক্যাচে পরিণত হন তিনি।

এরপর মিসবাহ-উল-হক ৫৯ রানে তাইজুলের বলে রুবেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। দ্বিতীয় সেশনেও খুব একটা ভালো করতে পারেননি স্বাগতিক বোলাররা। প্রথম সেশনে ১০৬ রান যোগ করার পর এই সেশনে আরও ৮৮ রান সংগ্রহ করে অতিথিরা। বাংলাদেশের পক্ষে তাইজুল ৩টি ও শুভাগত ২টি করে উইকেট নিয়েছেন।

(ওএস/এএস/মে ০১, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test