E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সবার ওপরে অনবদ্য তামিম

২০১৫ মে ০২ ১৯:১৮:২৫
সবার ওপরে অনবদ্য তামিম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ইনিংসে ২০১ রান করার পর নতুন একটি রেকর্ড গড়লেন । বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক হলেন এ বাঁহাতি।

এর আগে এ রেকর্ডটির মালিক ছিলেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ২০১৩ সালে শ্রীলঙ্কার গলে ২০০ রান করে প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে সাদা পোশাকে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।

এদিকে ডাবল সেঞ্চুরি করার পর অবশ্য নিজের ইনিংসটি বেশি দীর্ঘায়িত করতে পারেন নি তামিম। ২৭৮ বলে ১৭টি চার ও সাতটি বিশাল ছক্কায় ২০৬ রানের দানবীয় এ ইনিংস খেলার পর মোহাম্মদ হাফিজের শিকার হন তিনি।

দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে তামিমের এই অতি মানবীয় ইনিংসটি তাকে এনে দেয় প্রথম টেস্ট এর সেরা খেলোয়াড়েরে স্বীকৃতি।

(ওএস/পিএস/মে ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test