E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ঢাকা টেস্টে  বাংলাদেশ আরো ভাল করবে’

২০১৫ মে ০৫ ১৫:২০:৩৩
‘ঢাকা টেস্টে  বাংলাদেশ আরো ভাল করবে’

স্পোর্টস ডেস্ক : খুলনা টেস্টে বাংলাদেশ দলের পারফরম্যান্সকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা ফলাফল বলে মনে করছেন সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার। একইসাথে ঢাকা টেস্টে বাংলাদেশ দল আরো ভাল করবে, এমনটাই আশা করছেন তিনি।

এক সাক্ষাৎকারে হাবিবুল বলেন, ‘আমরা তো অনেক টেস্ট ম্যাচ খেললাম। আমার মনে হয় খুলনা টেস্ট ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট ছিলো। দ্বিতীয় ইনিংসে যে অবস্থা থেকে বাংলাদেশ কামব্যাক করেছে সেটা আসলেই অসাধারণ। পাকিস্তানের বোলিং আক্রমণ কিন্তু বিশ্বের টেস্ট দলগুলোর মধ্যে অন্যতম। আসলে বিশ্বকাপ থেকে আমাদের দল খুব ভালো খেলছে। সব কিছুই এখন ভালো যাচ্ছে।‘

হাবিবুল আরো বলেন, ‘খুলনা টেস্টে বাংলাদেশ যেভাবে খেলেছে। আমার আশা ঢাকা টেস্টে বাংলাদেশ দল এর চেয়ে ভালো খেলবে। তৃতীয় ইনিংসে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের করা ৩১২ রানের জুটি বিশ্ব রেকর্ড। আমাদের ওপেনাররা অসাধারণ খেলেছে। পাকিস্তানের বোলিং আক্রমণ খুব ভালো। ওদের ফাস্ট বোলাররা বিশ্বমানের। সেরা বোলারদের বিপক্ষে বাংলাদেশ দলের এমন পারফরম্যান্স সত্যিকার অর্থেই গৌরবময়।’

(ওএস/এএস/মে ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test