E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সেমি-ফাইনালের পথে কয়েক ধাপ এগিয়ে গেল কেকেআর

২০১৪ মে ১৫ ১৪:৪৩:২৫
সেমি-ফাইনালের পথে কয়েক ধাপ এগিয়ে গেল কেকেআর

স্পোর্টস ডেস্ক, ঢাকা : তিনি টানা তিন ম্যাচে নাইটদের জয়ের কারিগর৷মঙ্গলবার প্র্যাকটিসে পায়ে চোট পাওয়ায় বুধবার মাঠে নামা নিয়েই সংশয় ছিল রবিন উথাপ্পার৷ মাঠেই শুধু নামলেন না, নাইটদের ‘মুম্বাই বধ’-এর সেরা সৈনিক হয়ে উঠলেন তিনি৷৫২ বলে ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলে ম্যাচের সেরা উথাপ্পা৷ মুম্বাই ইন্ডিয়ান্সকে খেলায় হারিয়ে আইপিএল সেভেনে সেমিফাইনালে ওঠার পথে কয়েক কদম এগিয়ে গেল কেকেআর৷

রান তাড়া করে উথাপ্পার ব্যাটিং দাপটে মুম্বইকে ছ’ উইকেটে হারায় নাইটরাইডার্স৷ টানা তিন ম্যাচ জিতে ফের জয়ের সরণিতে কেকেআর৷ শেষ কয়েকটি ম্যাচের মতো এদিনও নাইটেদর জয়ের নেপথ্যে উথাপ্পা ৷ টানা পাঁচটি ম্যাচে ব্যাট হাতে সফল নাইটদের ২৮ বছর বয়সি ডানহাতি ওপেনার ৷ এদিন কটকে মুম্বই বধের পর উথাপ্পা বলেন, ‘কঠোর পরিশ্রমই আমার সাফল্যের রসায়ন ৷ প্রতিদিনই আমি ব্যাটিংয়ে উন্নতি করছি ৷ চেষ্টা করি নিয়ম মেন ‘ভি’ এর মধ্য শট খেলি৷ টেকনিক ঠিক রেখেই খেলার চেষ্টা করি ৷ ঘণ্টার পর ঘণ্টা এই ভাবেই প্র্যাকটিস করি ৷’ এদিন মাঠের পিছনে সাপোর্ট স্টাফদের কৃতিত্ব দিচ্ছেন উথাপ্পা৷ তিনি বলেন, ‘আগের দিন প্র্যাকটিসে কামিংসের বল আমার পায়ের পাতায় লাগে ৷ এদিন আমার মাঠে নামা নিয়ে সংশয় ছিল ৷ তাই এদিন আমার খেলার পিছনে পুরো কৃতিত্ব সাপোর্ট স্টাফদের৷’

(ওএস/পি/মে ১৫,২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test