E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাকিব-সৌম্য‘র দিকে তাকিয়ে সবাই

২০১৫ মে ০৮ ০১:৩৪:১৭
সাকিব-সৌম্য‘র দিকে তাকিয়ে সবাই

স্পোর্টস ডেস্ক, ঢাকা : খুলনা টেস্টে পিছিয়ে পড়েও তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ব্যাটিংয়ে দারুণভাবে ঘুঁরে দাঁড়িয়েছিল বাংলাদেশ দল। ঢাকা টেস্টেও তেমনটি আশা করছেন স্বাগতিক দলের বাহাতি ওপেনার ইমরুল কায়েস। পাকিস্তানের করা ৫৫৭ রানের জবাবে ১০৭ রান তুলতেই প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে বসেছে স্বাগতিকরা। এখনও ফলোঅন এড়াতে মুশফিক বাহিনীর প্রয়োজন ২৫১ রান। তবে সাকিব ও সৌম্যের ব্যাটের দিকে তাকিয়ে আছেন ইমরুল।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে আসেন ইমরুল কায়েস। স্বাগতিক দলের এ বাহাতি ওপেনারের বিশ্বাস এখনও ম্যাচ বাঁচানো সম্ভব। এ বিষয়ে ইমরুল বলেন, ‘শেষ ম্যাচটাতেও কিন্তু আমরা দুইজন খেলোয়াড় একটা ভালো জায়গায় নিয়ে গিয়েছিলাম। ক্রিকেটে যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে। এখনো বাইরে আমাদের ব্যাটসম্যান রয়েছে। বাইরে সৌম্য আছে, এখনও সাকিব ব্যাটিং করছে। যেকোনো দুইজন ব্যাটসম্যান যদি উইকেটে থিতু হয়ে যায়, ভালো করতে পারে, দল ভালো একটা জায়গায় যেতে পারবে। তবে আমাদের প্রথম লক্ষ্য থাকবে ফলোঅন এড়ানো। তারপর আমরা যতদূর সামনে এগুতে পারি।’

হাতে মাত্র ৫টি উইকেট। শাহাদাত হোসেনের খেলা নিয়ে আছে সংশয়। তারপরও ঢাকা টেস্টে ড্র করা সম্ভব বলে মনে করছেন ইমরুল, ‘এখনো দ্বিতীয় ইনিংস আছে। গত ম্যাচেও ব্যাকফুট থেকেই ভালো অবস্থানে এসেছিলাম। আজ (বৃহস্পতিবার) টপ অর্ডার ব্যর্থ হয়েছে। এখনো দ্বিতীয় ইনিংস আছে। সেট হয়ে গেলে বড় কিছুর চেষ্টা করব।’

খুলনা টেস্টে ভালো খেলার পর হঠাৎ এ ধস কীভাবে নিয়েছে দল? এ বিষয়ে ইমরুলের ভাষ্য,‘এটা আমাদের জন্য নেতিবাচক দিক। দ্রুত ৫ উইকেট পড়ে গেছে। এ নিয়ে ভাবলে আরও ব্যাকফুটে চলে যাব। ইতিবাচকভাবেই নিতে হবে সব। এখনো তিন দিন আছে। দুই তিনটা ব্যাটসম্যান সেট হয়ে গেলে যে কোনো সময় মোমেন্টাম পরিবর্তন হয়ে যেতে পারে।’

(ওএস/পি/মে ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test