E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শেষ টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ

২০১৫ মে ০৮ ১০:৪৪:১৪
শেষ টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১১৯ রান। ব্যাট করছেন সাকিব আল হাসান ও শুভাগত হোম।

দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ ছিল ৫ উইকেট হারিয়ে ১০৭ রান।

প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তামিমের উইকেট হারায় টাইগাররা। ব্যক্তিগত ৪ রান করে আউট হন প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করা টাইগার এই ব্যাটসম্যান। দ্বিতীয় উইকেটে ৩৪ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন খুলনা টেস্টে ১৫০ রান করা ইমরুল কায়েস ও মুমিনুল হক। কিন্তু ১৩ রান করে মুমিনুলও হয়েছেন জুনায়েদের শিকার।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, শুভাগত হোম, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মোহাম্মদ শহীদ, শাহাদাত হোসেন রাজীব।

পাকিস্তান দল : মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, আজহার আলি, ইউনুস খান, সরফরাজ আহমেদ, আসাদ শফিক, ইয়াসির শাহ, ইমরান খান, ওয়াহাব রিয়াজ ও জুনায়েদ খান।

(ওএস/এএস/মে ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test