E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

৩ হাজার রানের মাইলস্টোনে তামিম

২০১৫ মে ০৮ ২১:০২:২৬
৩ হাজার রানের মাইলস্টোনে তামিম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ড্যাশিং ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল।

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন তামিম। এর আগে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রান করেছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

পাকিস্তানের ছুঁড়ে দেয়া ৫৫০ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ইমরুল কায়েসকে নিয়ে ইনিংস উদ্বোধন করেন তামিম। এ সময় তার ক্যারিয়ারের পরিসংখ্যান ছিলো ৩৯ ম্যাচে ৭৫ ইনিংসে ২৯৭৮ রান। ৩ হাজার রানের খুব কাছাকাছিই ছিলেন তামিম। দলের দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলে চার মেরে ৩ হাজার রান স্পর্শ করেন তিনি। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েন তামিম।

৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করায় টেস্টে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহকারী হবার দোড়গোড়ায়ও পৌঁছে গেছেন তামিম। কারণ বড় ফরম্যাটে ৩০২৬ রান নিয়ে সবার উপরে আছেন হাবিবুল বাশার। আর তামিমের বর্তমান রান ৩০১০। ঢাকা টেস্টের চতুর্থ ইনিংসে ৩২ রানে অপরাজিত আছেন তামিম। টেস্টের চতুর্থ দিনে আর মাত্র ১৭ রান করলেই হাবিবুলকে সরিয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহকারী হয়ে যাবেন তামিম।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহকারী পাঁচ ব্যাটসম্যান হলেন (ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে)-

হাবিবুল বাশার (২০০০-২০০৮), ম্যাচ- ৫০, ইনিংস- ৯৯, রান- ৩০২৬
তামিম ইকবাল (২০০৮-২০১৫), ম্যাচ- ৩৯, ইনিংস- ৭৬, রান- ৩০১০
মোহাম্মদ আশরাফুল (২০০১-২০১৩), ম্যাচ- ৬১, ইনিংস- ১১৯, রান- ২৭৩৭
সাকিব আল হাসান (২০০৭-২০১৫), ম্যাচ- ৩৯, ইনিংস- ৭৪, রান- ২৭১৯
মুশফিকুর রহিম (২০০৫-২০১৫), ম্যাচ- ৪৫, ইনিংস- ৮৪, রান- ২৫৫৫

(ওএস/পিএস/মে ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test