E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোকাকোলা নিয়ে এলো ‘কোকাকোলা- চলো ব্রাজিল’ ক্যাম্পেইন

২০১৪ মে ১৫ ১৮:১৬:২৮
কোকাকোলা নিয়ে এলো ‘কোকাকোলা- চলো ব্রাজিল’ ক্যাম্পেইন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : দেশের ফুটবলপ্রেমীদের জন্য কোকাকোলা নিয়ে এলো ‘কোকাকোলা- চলো ব্রাজিল’ ক্যাম্পেইন। ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী ফুটবলপ্রেমীদের জন্য আয়োজন করা হবে কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের জন্য থাকবে ব্রাজিলের স্টেডিয়ামে বসে সরাসরি ফুটবল বিশ্বকাপ-২০১৪’র ম্যাচ দেখার লোভনীয় সুযোগ।ফুটবল বিশ্বকাপ-২০১৪ উপলক্ষে দেশের ফুটবলপ্রেমীদের জন্য গ্রামীণফোন, প্রথম আলো, চ্যানেল আই এবং রেডিও ফূর্তির সৌজন্যে এই ক্যাম্পেইনটি শুরু করা হল ।এরই ধারাবাহিকতায় কোকাকোলা প্রথমেই আয়োজন করবে ‘কোকা কোলা- চলো ব্রাজিল’ শিরোনাকে একটি প্রতিযোগিতা।

সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত হবে প্রতিযোগিতাটি। প্রতিযোগিতার চারজন বিজয়ী ব্রাজিলে গিয়ে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন। বিজয়ীদের কোকা কোলার সৌজন্যে ঢাকা-ব্রাজিল রিটার্ন টিকেট, তিন দিন ও চার রাত ব্রাজিলে থাকার সুব্যবস্থা এবং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের টিকেট দেয়া হবে। প্রতিদিনের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ভক্তদের যেকোনো গ্রামীণ নম্বর থেকে (অথবা অন্য বিভাগ থেকে হলে সেই বিভাগের অদ্যাক্ষর) লিখে ২০০৩ নম্বরে এসএমএস’র মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর অংশগ্রহণকারীরা এসএমএস’র মাধ্যমে প্রতিদিন তিনটি করে প্রশ্ন পাবেন। প্রথম আলো এবং রেডিও ফুর্তির মাধ্যমেও অংশগ্রহণকারীরা প্রশ্নগুলো জেনে নিতে পারবেন। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক পয়েন্ট করে জমা হবে, ভুল উত্তরের জন্য কোন পয়েন্ট কাটা যাবে না। কুইজ প্রতিযোগিতার শেষ সাতদিনের প্রতিদিনের অংশগ্রহণকারীদের ২০টি করে প্রশ্নের উত্তর দিতে হবে। নিবন্ধন করা গ্রামীণ নম্বরে বাকি ১৭টি প্রশ্ন এসএমএস’র মাধ্যমে পাঠানো হবে। দেশের প্রতিটি বিভাগ থেকে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া পাঁচজন করে নিয়ে মোট ৩৫ জন ঢাকায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবেন। প্রতিযোগিতাটি সম্প্রচার করবে চ্যানেল আই।

(ওএস/পি/মে ১৫,২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test