E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পাকিস্তান যাচ্ছে টিম ইন্ডিয়া!

২০১৫ মে ১০ ২১:১৩:৩১
পাকিস্তান যাচ্ছে টিম ইন্ডিয়া!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ থেকে নিজের দেশে না গিয়ে দীর্ঘদিনের বন্ধুত্ব আর ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক আরও মজবুত করতে সরাসরি কলকাতা যান পিসিবি প্রধান। কলকাতা বিমানবন্দরের অনাকাঙ্ক্ষিত ঘটনা শেষে রবিবার দুপুরে বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার বাসভবনে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন শাহরিয়ার।

বৈঠকের পরে দু’জনের কথাবার্তাই বেশ ইতিবাচক শোনাল। আগেই ঠিক ছিল যে আগামী পাঁচ বছরে আটটি ভারত-পাক সিরিজ হবে। এদিন শাহরিয়ার জানালেন আগামী ডিসেম্বরেই সংযুক্ত আরব আমিরাতে ভারত-পাক সিরিজ হবে। দু’দেশের মধ্যে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দু’টি টি-২০ ম্যাচ খেলা হবে। এ ব্যাপারে ডালমিয়া জানিয়েছেন এখনও পর্যন্ত এই সিরিজের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সবুজ সঙ্কেত রয়েছে। তাই তিনিও যথেষ্ট আশাবাদী। শাহরিয়ার খানের দাবি পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা এখন অনেক উন্নত৷ ফলে তিনি মনে করছেন আগামী তিন বছরের মধ্যেই পাকিস্তানের মাটিতে খেলতে যাবে ভারত।

ডালমিয়া-শাহরিয়ার সম্পর্ক বরাবরই ভালো। ডালমিয়া পুণরায় বোর্ড প্রেসিডেন্ট হওয়ায় বেজায় খুশি হয়েছেন পিসিবি প্রধান। অতীতে এই দুই বন্ধুর প্রচেষ্টায় একাধিক ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে। দু’জনেই চাইছেন আগামী দিনে আরও এ রকম সিরিজ হবে। ডালমিয়ার বাড়িতে এসে তার আতিথেয়তায় মুগ্ধ হয়ে গিয়েছেন শাহরিয়ার। এখন দেখার বিষয় আগামী দিনে ভারত তার চির প্রতিদ্ধন্দ্বী দেশে খেলতে যায় কী না?

(ওএস/পি/মে ১০, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test