E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোচের বিশ্বাস রোনালদো ফিটই থাকবেন

২০১৪ মে ১৫ ১৮:৫৮:১৮
কোচের বিশ্বাস রোনালদো ফিটই থাকবেন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : কথাটা রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলত্তির নয়, পর্তুগালের কোচ পাওলো বেন্তোর৷ লা লিগা মশুমের শেষে ক্রিশ্চিয়ানোর কিছু শারীরিক সমস্যা ছিল৷ বিশ্বকাপে তিনি সুস্থ অবস্থাতেই পৌঁছাবেন, বলে বেন্তোর বিশ্বাস৷

গত সপ্তাহে ভালাদোলিদের বিরুদ্ধে খেলায় রোনাল্ডো আবার চোট পান এবং গত রবিবার সেল্টা ভিগোর বিরুদ্ধে খেলায় তাঁকে নামানো হয়নি৷ খুব সম্ভবত আগামী ২৪শে মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পরিপ্রেক্ষিতে রোনালদোকে রেস্ট দেওয়া হয়েছে বেন্তোর অনুরোধ-উপরোধে নয়৷

‘‘জাতীয় দলের কোচ ক্লাবগুলোর ব্যাপারে নাক গলান না,” জার্মান ডিপিএ সংবাদ সংস্থাকে বলেছেন বেন্তো। ‘‘প্লেয়াররা খেললে আমার ভালোই লাগে৷ কিন্তু তারা ফিট কিনা, সেটা অন্য ব্যাপার৷'”

এক্ষেত্রে মনে করা যেতে পারে, জাতীয় কোচ পদে বেন্তোর পূর্বসূরী কার্লোস কুয়েরোজ দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালের বিশ্বকাপের পর অভিযোগ করেছিলেন যে, রোনালদো একটি জোরদার ক্লাব ও ইউরোপীয় ফুটবল মশুমের পর যখন বিশ্বকাপে পৌঁছান, তখন তিনি ক্লান্ত শ্রান্ত৷ কাজেই পর্তুগাল সেবার প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয়৷ অপরদিকে ২০১২ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ সম্পর্কে কুয়েরোজের উত্তরসূরী বেন্তো বলেছেন, ‘‘রোনালদো বহু গেম খেলার পর পৌঁছান এবং একটিও ‘ট্রেনিং সেশন' মিস করেননি ও একটি ভালো ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ খেলেছেন৷” রোনালদোর ক্লাব রিয়াল মাদ্রিদের সামনে এখন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল । তাতে রিয়াল জিতলেই পর্তুগালের জাতীয় দলের লাভ, অন্তত মানসিকতা ও প্রেরণার দিক দিয়ে৷ কাজেই বেন্তো অ্যাটলেটিকোর পরিবর্তে রিয়ালকেই সাপোর্ট করছেন৷

অপরদিকে ৪৪ বছর বয়সি কোচ এ-ও জানেন যে, ‘‘ক্লাবের ব্যাপার-স্যাপার জাতীয় দলের প্রসঙ্গ থেকে একটু সরিয়ে রাখা দরকার৷ প্ল্য়োররা যখন জাতীয় দলে আসে, তখন তারা ক্লাব থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যে টুর্নামেন্টে তারা খেলতে চলেছে, তার কথা ভাবতে শুরু করে৷”

(ওএস/পি/মে ১৫,২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test