E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইডেন গার্ডেনে টেস্ট খেলবে বাংলাদেশ

২০১৫ মে ১৪ ২০:০০:৪৯
ইডেন গার্ডেনে টেস্ট খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারত সফর বিষয়ে আরো একটি সুখবর দিয়েছেন। বুধবার সাংবাদিকদের তিনি জানিয়েছেন বাংলাদেশ আগামী বছর টি-২০ বিশ্বকাপের পর পরই ভারত সফর করবে। আর সেখানে টাইগাররা তাদের একমাত্র টেস্ট ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন মাঠে খেলবে। ইডেনে টাইগারদের ম্যাচ হওয়া না হওয়া নিয়ে এতোদিন যে কানাকানি চলছিল সেটার অবসান হলো বলেও মন্তব্য করেন পাপন।

এদিকে, আগামী মাসে ভারতের বাংলাদেশ সফর বিষয়ে পাপন বলেন, ভারতের সাথে টাইগারদের টেস্ট ম্যাচটি ফতুল্লায় খান সাহেব ওসমানি মাঠে ১০ জুন শুরু হবে। তবে ওয়ানডে ম্যাচগুলোর সবই হবে মিরপুর স্টেডিয়ামে।

উল্লেখ্য, বাংলাদেশ ২০০০ সালে টেস্ট মর্যাদা পেলেও এখন পর্যন্ত ভারতের সাথে মাত্র চারটি সিরিজ খেলেছে। তবে সবগুলো খেলায় হয়েছে বাংলাদেশের মাটিতে। টেস্ট মর্যাদা পাওয়ার ১৬ বছরের মাথায় আগামীবছর প্রথমবারের মতো ভারত সফর করবে টাইগার বাহিনী।

(ওএস/পি/মে ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test