E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'জিদান হবে রিয়ালের নতুন কোচ'

২০১৫ মে ১৪ ২০:১১:১০
'জিদান হবে রিয়ালের নতুন কোচ'

শোভন সাহা : কার্লো আনাচেলত্তি রিয়াল মাদ্রিদকে কিছুতেই সঠিক ভাবে পরিচালনা করতে পারছে না এই অভিযোগটা অনেক আগে থেকেই ছিল, তবে এইবার এই দলে যোগ দিলেন লিভারপুলের সাবেক কিংবদন্তী খেলোয়াড় জেইম চ্রেজার।

চ্যাম্পিয়ন লীগে দ্বিতীয় লেগের খেলায় যখন রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকার পরও জুভেন্টাসের সাথে শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় তার পরই দ্যা টাইমস্ অব ইন্ডিয়া পত্রিকার সাখ্যাৎকারে এই মন্তব্য করেন চ্রেজার। তাছাড়া তিনি আরও দাবি করেন রোনালদোর সাথে বেল ও বেনজামার বোঝাপড়াটা সঠিক হচ্ছে না যেই কারণে চ্যাম্পিয়ান লীগের সেমি ফাইনাল থেকে বর্তমান চ্যাম্পিয়ান রিয়াল মাদ্রিদকে বিদায় নিতে হল। তাছাড়া কার্লো আনাচেলত্তি রিয়ালকে কোন বিভাগেই উন্নতি করাতে পারে নাই। রিয়াল এই পর্য়ন্ত টুনামেন্টে টিকে ছিল শুধু রোনালদোর জন্য।

লিভারপুলের সাবেক খেলোয়ার জেইম চ্রেজার মনে করেন রিয়ালের এখনই ভবিষ্যতের কথা মাথায় রেখে জিদানের মত একজন কিংবদন্তীকে রিয়ালের প্রধান কোচ করা উচিত। তাছাড়া জিদান তো বর্তমানে রিয়ালের বি দলের কোচের দায়িত্ব পালন করছে। কার্লোর জাদুতে গত আসরে বিপক্ষ দলের ডিফেন্স ভেঙ্গে রিয়াল তাদের দশম চ্যাম্পিয়ন লীগ শিরোপা ও কিংস কাপ জিতেছিল কিন্তু বর্তমানে এই দল কোন শিরোপা জিততে পারে নাই যা রিয়াল মাদ্রিদের মত দলের জন্য অত্যন্ত লজ্জার।

(পি/মে ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test