E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিদায় নিল রিয়াল, ফাইনালে জুভেন্তাস

২০১৫ মে ১৪ ২০:৩৭:২৬
বিদায় নিল রিয়াল, ফাইনালে জুভেন্তাস

স্পোর্টস ডেস্ক, ঢাকা : প্রথম পর্বে পয়েন্ট বেশি থাকায় এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হেরে গিয়েও ফাইনালে উঠেছে মেসির বার্সেলোনা। অপর দিকে প্রথম পর্বে পয়েন্ট কম থাকায় ড্র করেও সাথে সাথেই বিদায় নিতে হলো অন্যতম শিরোপা প্রত্যাশি দল রোনালদোর রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে প্রাণপণে লড়েও শেষরক্ষা হয়নি তাদের। রোনালদোদের বিদায় করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছে ইতালির চ্যাম্পিয়ন জুভেন্তাস।

বুধবার ১-১ গোলে ড্র করলেও দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতেছে দুইবারের চ্যাম্পিয়ন জুভেন্তাস। জুভেন্তাস মাঠে প্রথম পর্বে ২-১ গোলে হেরে আসা রিয়ালের জন্য জয়ের কোনো বিকল্প ছিল না। কিন্তু তারা শেষ পর্যন্ত ড্র করায় সেমি ফাইনালেই বিদায় নিতে হলো। বুধবার সান্তিয়াগো বের্নাবেউতে প্রথম মিনিটেই সুযোগ তৈরি করে রিয়াল। গ্যারেথ বেলদের সুযোগ হাতছাড়া শুরুটাও তখন থেকেই। ষষ্ঠ মিনিটে দ্বিতীয় সুযোগটি হাতছাড়া করেন করিম বেনজেমা। দশম মিনিটে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পেয়েছিলেন রোনালদো। সেবার অল্পের জন্য বল জালে জড়াতে পারেননি তিনি। আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিপক্ষের রক্ষণসীমায় ভীতি ছড়ায় দুই দলই। তবে স্বাগতিক দলের আক্রমণের ধার একটু বেশিই ছিল। রোনালদো-বেনজেমারা জানলুইজি বুফ্ফনকে একটু পরপরই পরীক্ষায় ফেলছিলেন।

জর্জো কিয়েল্লিনির এক ভুলে এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সের ভেতর তিনি হামেস রদ্রিগেসকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। পেনাল্টি থেকে রোনালদোর গোলে ২৩তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। ম্যাচের বাকি সময় এই ফল ধরে রাখতে পারলে ১৪তম বারের মতো ফাইনালে পৌঁছাতো তারাই।

কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ এসেছিল স্বাগতিকদের সামনে। বেনজেমার পাস থেকে রোনালদো বল বাড়ান বিপজ্জনক জায়গায় থাকা ইসকোকে। গোল করার মতো জায়গায় থেকেও সেবার বল জালে পাঠাতে পারেননি তিনি।

প্রথমার্ধের বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ তৈরি করে রোনালদো-বেনজেমারা। কিন্তু বুফ্ফনের দৃঢ়তায় ব্যবধান আর বাড়াতে পারেনি তারা। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে ইতালির চ্যাম্পিয়নরা। পাল্টা-আক্রমণে তাদের ঠেকিয়ে রাখার চেষ্টা করে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। কিন্তু সেই প্রচেষ্টা খুব একটা সফল হয়নি। ৫৭তম মিনিটে বার্নাবেউকে স্তব্ধ করে দেন মোরাতা। পগবার হেড থেকে বল পান এই স্ট্রাইকার। বুক দিয়ে বল নামিয়ে জোরালো শটে কাসিয়াসকে পরাস্ত করেন তিনি।

পাঁচ মিনিট পর দলকে এগিয়ে নেওয়ার দারুণ একটি সুযোগ আসে গ্যারেথ বেলের সামনে। খুব কাছ থেকেও এই উইঙ্গারের ভলি লক্ষ্যে থাকেনি। ৬৭তম মিনিটে ২৫ গজ দূর থেকে রদ্রিগেসের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। এর তিন মিনিট পর অন্য প্রান্তে রিয়ালকে বাঁচান কাসিয়াস। মার্চিশিওর শট ঝাঁপিয়ে পড়ে ব্যর্থ করে দেন তিনি।

আক্রমণের মন্ত্রে উজ্জ্বীবিত রিয়াল-ইউভেন্তুস একের পর এক সুযোগ তৈরি করে। কিন্তু শেষ বাধা আর পার হতে পারেনি কেউই। মোরাতা সমতা ফেরানোর পর খেলা অতিরিক্ত সময়ে নিতে অন্তত আর একটি গোল প্রয়োজন ছিল রিয়ালের। সেই গোলটি আর করতে পারেননি রোনালদোরা।

১৯৮৫ ও ১৯৯৬ সালে শিরোপা জেতা ইউভেন্তুস তাদের সাত ফাইনালের শেষটি খেলেছিল ২০০৩ সালে। আগামী ৬ জুন বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে খেলবে তারা। ১ যুগেরও বেশি সময় পরে আবার ফাইনালে উঠতে পেরে দারুণ উৎফুল্লু ইউভেন্তুসের খেলোয়াড়রা।

(ওএস/পি/মে ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test