E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আবার ভারতীয় দলে শেবাগ-যুবরাজ!

২০১৫ মে ১৬ ২০:৪২:৪৭
আবার ভারতীয় দলে শেবাগ-যুবরাজ!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : অনেকদিন ধরেই তারা চারজন ভারতীয় দলে অপাঙক্তেয়। এক সময় যাদের ছাড়া ‘টিম ইন্ডিয়া’ কল্পনাও করা যেত না, সেই তারা এখন ব্রাত্য। যুবরাজ সিং, হরভজন সিং, বীরেন্দ্র শেবাগ, গাম্ভীর এবং জহির খান। যুবরাজ তো ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী নায়ক। শেবাগের পরিচয়ের জন্য একটা তথ্যই যথেষ্ট, তা হলো এখন অবধি কোন ভারতীয় ক্রিকেটার টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করতে পারেননি। এই কঠিন কাজটি শেবাগ একবার নয় দু’বার করেছেন। হরভজন সিং ভারতীয় ক্রিকেট ইতিহাসেই সেরা স্পিনারদের একজন। আর জাভাগাল শ্রীনাথের প্রস্থানের পর জহির খান সত্যিকারের ফাস্ট বোলার হিসেবে আবির্ভূত হয়েছিলেন।

এই চারজনের কেউই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিবেচনায় নেই। তাই বোর্ড চাইছে এরা সসম্মানে চলে যাক। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, এ জন্যই নাকি তাদের বাংলাদেশ সফরে ফেরানো হতে পারে। এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এই চারজন বোর্ডের এমন প্রস্তাবে রাজি হবেন কি না? আইপিএল শেষ হলেই ভারতীয় দলের বাংলাদেশ সফর। আর এই সফরে কাদের পাঠানো হবে তা নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। প্রথমে ঠিক ছিল মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলিদের বিশ্রাম দিয়ে সুরেশ রায়নার নেতৃত্বে দল পাঠানো হবে। পরে স্পন্সরদের চাপে বোর্ড ঠিক করে দু একজনকে বিশ্রাম দিয়ে পূর্ণশক্তির দলই পাঠাবে।

গত বছর জাতীয় দলের নামে বাংলাদেশ সফরে ভারত তাদের ‘বি’ দল পাঠিয়েছিল। আগামি ২০ মে সন্দ্বিপ পাতিলের নির্বাচক কমিটি বাংলাদেশ সফরের জন্য দল বাছতে পারেন। যদিও বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার ইচ্ছা ২৪ মে আইপিএল ফাইনালের পর দল বাছাই করা।

(ওএস/পি/মে ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test