E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুশফিকেই ভরসা বিসিবির

২০১৫ মে ১৬ ২০:৫০:৩২
মুশফিকেই ভরসা বিসিবির

স্পোর্টস ডেস্ক, ঢাকা : তিন ফরম্যাটে দুই অধিনায়ক বাংলাদেশে। ওয়ানডে ও টি২০তে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে থাকেন মাশরাফি বিন মর্তুজা। তবে টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহীম। কিছুদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে হোম সিরিজে ওয়ানডে ও টি২০ সিরিজে বাংলাদেশের সাফল্য শতভাগ। তবে টেস্টে আসেনি জয়। তাও খুলনা টেস্টে তামিম-ইমরুলের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানের সঙ্গে প্রথম ড্র করে বাংলাদেশ। কিন্তু মিরপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ মাথা তুলেই দাঁড়াতে পারেনি।

স্বভাবতই তখন প্রশ্ন উঠেছিল টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন পরিবর্তনের। কারণ একাধারে সারাদিন উইকেটকিপিং করে ব্যাট হাতে ভালো করতে পারছিলেন না মুশফিক। সে ক্ষেত্রে দায়িত্ব সরিয়ে আনলে মুশফিক আরও প্রাণবন্ত ক্রিকেট খেলতেও পারেন। তবে শনিবার গুলশানের নিজ বাসভবনে এ বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন, টেস্ট ক্রিকেটে আপাতত মুশফিকেই ভরসা তাদের। এক বছরের মধ্যে টেস্ট অধিনায়ক পদে পরিবর্তন আসছে না।

বিসিবি সভাপতি বলেছেন, ‘মুশফিকের অধিনায়কত্ব পরিবর্তনের সম্ভাবনা এই বছরের মধ্যে নেই। এছাড়া মুশফিককে সরিয়ে নতুন অধিনায়ক আনাও সম্ভব নয়। কেননা এই দলে মুশফিকের চেয়ে ভাল কোনো অপশন আমাদের নেই।’ তিনি আরও যোগকরে বলেন, ‘মুশফিককে রিপ্লেস করার মতো কোনো চিন্তাই এখন পর্যন্ত আমরা করিনি। এটা সেদিনও (বুধবার) বলেছি, আজকেও (শনিবার) বলছি।এখন পর্যন্ত আমদের যেকয়টা সফলতা রয়েছে, এর বেশির ভাগই মুশফিকের ক্যাপ্টেন্সিতে। তাই আমরা ওর অধিনায়কত্ব নিয়ে চিন্তিত নই। তবে ব্যাটিংয়ে যেন মুশফিক আরও অবদান রাখতেপারে, আমরা সেটাই চাচ্ছি। মুশফিক হচ্ছে আমাদের মূল ব্যাটিং স্তম্ভ।’

মুশফিকের মাথার উপর থেকে চাপ কমানো প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘তখন কথার কথা হয়েছে। একজন মানুষের পক্ষে ৩টি বিষয় মেইন্টেন করা খুব কষ্টকর। সারাদিন ধরে উইকেট কিপিং করে এরপর ব্যাটিংয়ে লম্বা ইনিংস খেলা; খুব কঠিন কাজ। মুশফিক আমাদের দলের গুরুত্বপূর্ন ব্যাটসম্যান; আমি বলব সবচেয়ে ভাল ব্যাটসম্যান। এরপর আবার দলের অধিনায়ক। এ ছাড়া উইকেট কিপিং করতে গিয়ে মুশফিক আহত হলে দেখা যায় ব্যাটিংয়ে এর প্রভাব পড়ে। শেষ টেস্টেও মুশফিক ঠিক মতো ব্যাটিং করতে পারেনি; এটা আমাদের জন্য বিরাট ক্ষতি।’

এদিকে, জাতীয় ক্রিকেট লিগে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আমলে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বছরের মার্চে জাতীয় লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে (রংপুর বিভাগ বনাম ঢাকা মেট্রো) ফিক্সিং হয়েছে বলে বিসিবিতে অভিযোগ করেছিল খুলনা বিভাগ। সেই অভিযোগের ভিত্তিতে বিসিবি ম্যাচটি নিয়ে তদন্ত নামবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই বিষয়ে তিনি বলেছেন, ‘ম্যাচ রেফারি কমেন্টে কিছুই দেননি। তবে এটা নিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। আমরা একটি তদন্ত কমিটি করে দিব। আগামীকাল (রবিবার) বসেই আমরা একটা কমিটি গঠন করব। এর পর ডিসিপ্লিনারি কমিটি এই বিষয়ে অ্যাকশন নেবে। এটাতে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। যেহেতু একটি অভিযোগ এসেছে।’

(ওএস/পি/মে ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test