E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বকাপে বাংলাদেশ পাচ্ছে ২২৮টি টিকিট

২০১৪ মে ১৬ ১৮:৪৯:০৩
বিশ্বকাপে বাংলাদেশ পাচ্ছে ২২৮টি টিকিট

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আগামী ১২ জুন সাও পাওলোতে বসছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এ আসর। একমাস পর ১৩ জুলাই ঐতিহাসিক মারাকানার ফাইনাল দিয়ে সাঙ্গ হবে ফিফা বিশ্বকাপের জমজমাট লড়াই। বিশ্বকাপকে ঘিরে টানটান উত্তেজনা গোটা দুনিয়ায়। বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে এর উত্তেজনা।

১৪০ জন ফুটবলপ্রেমী ব্রাজিল যাবেন এবার বিশ্বকাপের খেলা দেখতে বাংলাদেশ থেকে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ব্রাজিল বিশ্বকাপের ২২৮টি টিকিট বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দিয়েছে। বাফুফে এই টিকিট ১৪০ জনের মধ্যে বিতরণ করবে। যেখানে ১১০ জন থাকছেন বিভিন্ন ক্লাব কর্মকর্তা, সাবেক খেলোয়াড়, সংগঠক ও ব্যবসায়ী। বাকি ৩০ জনের টিকিট বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের অধীনে থাকবে। তিনি নিজের পছন্দ মতো লোককেই তা বিতরণ করবেন।

বিভিন্ন ক্যাটাগরির এই টিকিটের সর্বোচ্চ মূল্য ৯০০ ডলার (ফাইনাল) এবং সর্বনিম্ন মূল্য ১১০ ডলার (গ্রুপ পর্বের ম্যাচ)। টিকিটগুলোর গড় মূল্য দাঁড়াবে প্রায় ২০০ ডলার করে।

বিশ্বকাপের টিকিট সাধারণের মাঝে বিতরণের জন্য বাফুফে গত ২ ফেব্রুয়ারী দরখাস্ত আহ্বান করেছিলো। টিকিট সংগ্রহে প্রায় ছয়শ’ ফুটবল অনুরাগী বাফুফের কাছে দরখাস্ত করেছিলেন। সেখান থেকে বাছাই করে বাফুফের ছয় সদস্যের কমিটি গত মার্চের শেষে ১৪০ জনকে বিশ্বকাপ টিকিট সংগ্রহের জন্য চূড়ান্ত অনুমোদন দেয়। ভাগে পাওয়া বিশ্বকাপের ২২৮ টিকিট সংগ্রহ করতে গতকাল রাত ৯টায় আমিরাত এয়ারলাইন্সযোগে ম্যানচেস্টারের উদ্দেশে দেশ ছেড়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। সেখানকার ফিফা টিকিটিং অফিস থেকে এই টিকিট সংগ্রহ করবেন তিনি।

ম্যানচেস্টার যাত্রার প্রাক্কালে সোহাগ বলেন, ‘ফিফা টিকিটিং অফিস দুটো। একটি ব্রাজিলে অপরটি ম্যানচেস্টারে। আমি ম্যানচেস্টার থেকেই বিশ্বকাপের টিকিট সংগ্রহ করবো।’ তিনি যোগ করেন, ‘আমাদের ভাগের ২২৮ টিকিটের ১৪০ জন ভাগ্যবান যারা টিকিট পাচ্ছেন তাদের নিজ দায়িত্বেই ব্রাজিলের ভিসা সংগ্রহ করতে হবে।’ বিশ্বকাপ টিকিট সংগ্রহ শেষে শনিবার দেশে ফিরে আসবেন বাফুফে সাধারণ সম্পাদক।

(ওএস/পি/মে ১৬,২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test