E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় দলে জায়গা পেতে নির্বাচকদের শয্যাসঙ্গী হতে হয় নারীদের!

২০১৫ মে ২৪ ১৫:১৮:০১
জাতীয় দলে জায়গা পেতে নির্বাচকদের শয্যাসঙ্গী হতে হয় নারীদের!

স্পোর্টস ডেস্ক : প্রতিভা নয়, জাতীয় দলে জায়গা পেতে ভালো খেলারও কোনও প্রয়োজন নেই। কারণ বোর্ডের কর্মকর্তা এবং নির্বাচকদের সঙ্গে যাঁরা শারীরিক সম্পর্কে রাজি হতেন, তাঁরাই জায়গা পেতেন মহিলা জাতীয় ক্রিকেট দলে। তাই অনেকে এক রকম বাধ্য হয়েই নির্বাচক এবং বোর্ড কর্মকর্তাদের শয্যাসঙ্গী হন।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রক শুক্রবার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার তদন্ত করা হয়েছিল। সেখানে এমন প্রমাণই পাওয়া গিয়েছে। গত বছর নভেম্বরে এ নিয়ে একটি কানাঘুষো শোনা যায়। তার পরই নড়েচড়ে বসে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে উঠে আসে, ক্রিকেটারদের দলে জায়গা দেওয়ার জন্য নির্বাচক এবং আধিকারিকরা তাঁদের শারীরিক সম্পর্ক করতে বাধ্য করতেন।

শ্রীলঙ্কা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি নিমাল দিসানেয়েকে এই তদন্ত কমিটির প্রধান ছিলেন। তিনি গত বুধবার ক্রীড়ামন্ত্রকের কাছে এই রিপোর্ট জমা দেন। তিনি জানান, ক্রীড়ামন্ত্রক দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। তবে রিপোর্টে কোনও ক্রিকেটার বা আধিকারিকদের নাম সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে মহিলা ক্রিকেট দলের এক প্রবীণ সদস্যা সংবাদমাধ্যমকে জানান, দলে ক্রিকেটারদের নির্বাচন হচ্ছে শারীরিক সম্পর্কের বিনিময়ে। এও প্রকাশ পায়, ওই ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল, কারণ তিনি শারীরিক সম্পর্কে রাজি ছিলেন না। মূলত এই রিপোর্টের ভিত্তিতেই তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

(ওএস/এএস/মে ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test