E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশ সফরে ভারতের ম্যানেজার সৌরভ!

২০১৫ মে ২৪ ১৫:৩৮:২২
বাংলাদেশ সফরে ভারতের ম্যানেজার সৌরভ!

স্পোর্টস ডেস্ক : আসন্ন বাংলাদেশ সফরে ভারতীয় ক্রিকেট দলের হাই পারফরমেন্স ম্যানেজার হয়ে আসছেন সৌরভ গাঙ্গুলি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে সিরিজে আপাতত তাকে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হতে পারে! তবে দীর্ঘ মেয়াদে দলের কোচ অথবা পরিচালক হিসেবেও সাবেক এই সফল অধিনায়ককে দেখা যেতে পারে।

বিভিন্ন গণমাধ্যম জানায়, সোমবারই তাকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আর সেক্ষেত্রে দলের সর্বেসর্বার ভূমিকায় আসতে পারেন সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান।

ভারতীয় জাতীয় ক্রিকেটে গাঙ্গুলির প্রত্যাবর্তনে দলের ওপর কেমন প্রভাব পড়তে পারে এসব বিষয় নিয়ে ইন্ডিয়া টাইমসের অনলাইন সংস্করণ জশু অরপিত নাথের লেখা একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

গাঙ্গুলি গুরুত্বপূর্ণ পদে আসীন হলে ভারতীয় ক্রিকেটের অবস্থা কি হতে পারে তা তুলে ধরা হলো-

১. ভারতীয় জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব পেলে দলে একক আধিপত্য বিস্তার করতে পারেন সৌরভ গাঙ্গুলি। সেক্ষেত্রে টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে।

২. দলে ফিরতে পারেন যুবরাজ সিং। ঘরোয়া ক্রিকেটে ভালো করলেই তার জন্য দলে ফেরা কঠিন হবে না। কারণ গাঙ্গুলি ভালোভাবে জানেন, কোন অবস্থা পার করে এসেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

৩. দলের কেউ কেউ গাঙ্গুলির কাছ থেকে সঠিকভাবে কাভার ড্রাইভ শটটি খেলাও রপ্ত করতে পারবেন।

৪. বিদেশ সফরে ভারতের পারফরমেন্স ভালো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ তার অধিনায়কত্বের আমলে বিদেশের মাটিতে ভারতের পারফরমেন্সে বেশ উন্নতি হয়।

৫. গাঙ্গুলির প্রত্যাবর্তনে বর্তমান ম্যানেজার রবি শাস্ত্রীকে স্বাভাবিকভাবেই বিদায় নিতে হবে। এক্ষেত্রে সাবেক বিসিসিআই প্রধান শ্রীনিবাসনের লোক শাস্ত্রীকেও অব্যাহতি দিতে পারা যাবে। যদিও সম্মানজনক পদ- উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে পারেন ভারতের সাবেক এই ক্রিকেটার।

৬. বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার ঘনিষ্ঠ সৌরভ গাঙ্গুলিকে দলের এই দায়িত্ব দিয়ে নির্ভার থাকতে চায় বর্তমান বোর্ড। তাই বোর্ডের অনেকেই তাকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন।

৭. নতুন দায়িত্ব পেলে প্রিন্স অব ক্যালকাট খ্যাত গাঙ্গুলির ধারাভাষ্য থেকে বঞ্চিত হবেন সমর্থকরা।

৮. ডানকান ফ্লেচার কোচের দায়িত্ব পালনের সময় মাত্র চার বার মিডিয়ার সামনে এসেছেন। তবে গাঙ্গুলি দায়িত্ব পেলে মিডিয়া তার কাছ থেকে ভারতীয় ক্রিকেটের অনেক খবর জানতে পারবে। কারণ এর আগে বিভিন্ন সময় মিডিয়াকে সামলানোর পাশাপাশি অনেক মতামত ও তথ্য দিয়েছেন ভারতের সাবেক এই গ্রেট ক্রিকেটার।

ভাষান্তর : মনোজ হালদার

(এএস/মে ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test