E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অনিশ্চিত পাক-ভারত সিরিজ !

২০১৫ মে ২৬ ১৩:৫০:২০
অনিশ্চিত পাক-ভারত সিরিজ !

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের সদ্য শেষ হওয়া বাংলাদেশে সফরের সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান ঢাকায় এসেছিলেন দলকে উৎসাহ দিতে।

কিন্তু তিনি ঢাকা থেকে লাহোর ফিরে না গিয়ে গিয়েছিলেন ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গে দেখা করতে। উদ্দেশ্য ছিল পাক-ভারত সিরিজ পুনরায় চালু করা। সিরিজ নিয়ে সে সময় আশা জাগলেও আবারো অনিশ্চিতার মুখে পড়েছে পাক-ভারত সিরিজ।

এখনও ঠিক হয়নি সিরিজের চূড়ান্ত দিনক্ষণ ও ভেন্যু। অবশ্য অনেক আশা-ভরসা নিয়েই শাহরিয়ার খান সেসময় ভারতীয় বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে দেখা করেছিলেন। সেই বৈঠকে সিরিজ নিয়ে একাধিক আলোচনাও হয়েছিল। তখন সিরিজ আয়োজনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পায় পিসিবি। কিন্তু সমস্যার দিকগুলো আলোচনার জন্য এখনও কোনো বৈঠক হয়নি। ফলে ক্রমেই দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা বাড়ছে বলে মনে করছেন শাহরিয়ার খান।

ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম সদস্য রাজীব শুক্লা জানিয়েছেন, ভারতীয় দল আপাতত কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি নয়। যে কারণে সিরিজ আয়োজনের জন্য বেশ কয়েকটি বিষয় খতিয়ে দেখতে হবে। তাই এর মধ্যে ইন্দো-পাক সিরিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এদিকে পিসিবি চলতি বছর ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে দুই দেশের মধ্যে প্রথম টেস্ট আয়োজনের ব্যাপারে কাজ শুরু করে ভারতীয় বোর্ডের উদাসীনতায় হতাশ হয়ে পড়েছেন শাহরিয়ার খান।

তিনি বলেন, দুই দেশের মানুষ পরস্পরকে ঘৃণা করে না। রাজনীতির ছোঁয়ায় সম্পর্ক নষ্ট হচ্ছে। ১৯৯৯ সালে শিবসেনা পিচে গর্ত করে দিয়েছিল। তা সত্ত্বেও আমরা খেলেছিলাম। কারণ আমরা কোন দিন ক্রিকেট আর রাজনীতিকে মিলিয়ে দিতে চাইনি।

(ওএস/এএস/মে ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test