E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবশেষে চেলসি থেকে বিদায় নিলেন দ্রগবা

২০১৫ মে ২৬ ২১:৫৩:৫৫
অবশেষে চেলসি থেকে বিদায় নিলেন দ্রগবা

শোভন সাহা : দিদিয়ের দ্রগবা ২০০৪ সালে ২৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে মরিনহোর হাত ধরে ফ্রান্সের ক্লাব অলিম্পিকিয়াস মার্সেলী থেকে চেলসিতে যোগ দেন। এমনিতেই মরিনহোর একটা সুখ্যাতি আছে, আর তা হল অনেক অচেনা খেলোয়াড়কে তিনি স্টারে পরিনত করেন।

তখন অনেকে হয়তো ভেবেছিল আব্রাহামিচের এতগুলো টাকাই হয়ত পানিতে গেল। কিন্তু দিদিয়ের দ্রগবা ফুটবল বিশ্বকে তার প্রতিভা দেখিয়ে নিন্দুকদের মুখে তালা লাগিয়ে দিয়েছে।

চেলসিতে যোগদান করার পর থেকে চেলসিকে শুধু প্রিমিয়ার লীগ নয়, চ্যাম্পিয়ন লীগসহ এনে দিয়েছেন ১৪টি কাপ। তাছাড়া ২০১১-১২ মৌসুমে বায়ার্ন এর সাথে ফাইনাল ম্যাচের হিরোও ছিল দ্রগবা।

দ্রগবা চেলসিকে প্রিমিয়ার লীগ ৪ বার, এফএকাপ ৪ বার, এফএ কমিনিউটি শিল্ড ২ বার, কর্লীন কাপ ৩ বার এবং ১ বার উয়েফা চ্যাম্পিয়ন লীগ কাপ জিতিয়েছেন।

চেলসির হয়ে দ্রগবা দুই মেয়াদে ৯ বছর কাটিয়ে দিলেন স্টামফোর্ড ব্রিজে। ৩৭৯ ম্যাচে ১৬৪ বার বল প্রতিপক্ষের জালে পাঠিয়েছেন। ফুটবল বিশ্বে নিজের পায়ের জাদু দিয়ে যেমন আইভেরিকোষ্ট ও চেলসিকে অনেক সাফল্য এনে দিয়েছেন, তেমনি নিজেকে একজন কিংবদন্তীর রূপ দিয়েছেন। অবশেষে চেলসি থেকে বিদায়ের সিদ্ধান্ত নিলেন এই কিংবদন্তী ফুটবল তারকা।

তাঁর সাথে অন্য ক্লাব চুক্তি করার ব্যাপারে কথাবার্তা চালিয়েছে, কিন্তু তিনি তাদের ডাকে সাড়া দেননি। তবে তিনি ইচ্ছা পোষণ করেছেন যে এইবার আমেরিকান সকার লীগ মাতাবেন। তবে তার আগে তিনি ২/৩ সপ্তাহ একটু বিশ্রাম চান। আর এ সময়ে ভাবতে চান তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।

(এসএস/পিএস/মে ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test