E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবার স্যামসাংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুশফিক

২০১৫ মে ২৭ ১৫:৫৮:৪৩
এবার স্যামসাংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুশফিক

স্টাফ রিপোর্টার : স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিকুর রহিম। প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠানটির সর্ব প্রথম বাংলাদেশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশ টেস্ট ক্রিকেটের অধিনায়ক।

এখন থেকে বাংলাদেশে স্যামসাংয়ের পণ্যদূতের ভূমিকা পালন করবেন তিনি। আজ ঢাকায় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ঘোষণা দিয়েছে স্যামসাং।

স্যামসাংয়ের সঙ্গে মুশফিকুর রহমানের চুক্তি এক বছরের তবে কত টাকায় এই চুক্তি সে সম্পর্কে কোনো তথ্য জানাতে আগ্রহী নয় স্যামসাং।

স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক স্যামসাং মোবাইল, কনজ্যুমার ইলেকট্রনিকস এবং আইটি পণ্যের দূত হিসেবে কাজ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সি.এস.মুন, জেনারেল ম্যানেজার ইয়ং য়ু লি, হেড অফ মোবাইল হাসান মেহেদী এবং হেড অফ কনজুমার ইলেকট্রনিকস অ্যান্ড আইটি বদরুল করিম।
অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার সি.এস.মুন বলেন,‘খেলাধুলা সাধারণ মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আর বাংলাদেশে এই চেতনার সবচেয়ে বড় উদ্দীপক হলো ক্রিকেট।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মুশফিকুর রহিমের স্যামসাং পরিবারের সদস্য হওয়ার মাধ্যমে স্যামসাং এর ক্রিকেট এর সঙ্গে যাত্রা শুরু হলো। আমরা আশা করছি মুশফিকুরের সঙ্গে স্যামসাং এর যাত্রা অসাধারণ হবে এবং R‘S মি: ডিপেন্ডেবল R’S হিসেবে তিনি স্যামসাং এর ব্র্যান্ডকে আরো সমুজ্জ্বল করতে সহায়ক হবেন।’

মুশফিকুর রহিম বলেন,‘স্যামসাং শুধুমাত্র প্রযুক্তিগত উত্কর্ষতার জন্যই নয়, বিশ্বব্যাপী খেলাধুলার সাথে সম্পৃক্ততার জন্যও বিশেষভাবে পরিচিত। বিশ্বখ্যাত এই ব্র্যান্ডটির সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি গর্বিত। প্রযুক্তি, ডিজাইন এবং মানের দিক দিয়ে স্যামসাং পণ্য সর্বোত্তম আর সর্বোত্তম পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত।’

গ্রামীণফোন ও গোল্ডমার্ক ফুডসের ব্র্যান্ডের হয়েও কাজ করেছেন মুশফিকুর রহিম।

(ওএস/এএস/মে ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test