E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সার্জিও আগুয়ারার জন্য ৯০ মিলিয়ন

২০১৫ মে ২৭ ২০:৪৪:০৭
সার্জিও আগুয়ারার জন্য ৯০ মিলিয়ন

শোভন সাহা : আর্জেন্টাইন ও ম্যানচেষ্টার সিটির ফরোয়ার্ড সার্জিও আগুয়োর দিকে রিয়াল মাদ্রিদ এবার হাত বাড়ালো। আগুয়ারার জন্য রিয়াল মাদ্রিদ ৯০ মিলিয়ন পাউন্ড খরচ করতে প্রস্তুত।

সম্প্রতি শোনা যাচ্ছে ইংলিশ ক্লাব আর্সেনাল রিয়ালের ফরাসী ফরোয়ার্ড় করিম বেনজামাকে দলে টানতে উঠে পড়ে লেগেছে। তাছাড়া আর্জেন্টাইন এই খেলোয়াড়ের প্রতিভায় মুগ্ধ রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লেরেন্টিনো পেরেজ। এই খেলোয়াড়কে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে কেনার চেষ্টা করেছেন তিনি কিন্ত সফল হননি। কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যে কোন খেলোয়াড় ক্রয় ও বিক্রয় এর কোন চুক্তি নেই।

আগুয়ারা ২০০৬ সালে ক্লাব অব অ্যাটলেটিকো ইনডিপেন্সি থেকে ২৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগদান করেন। আগুয়ারা অ্যাটলেটিকো মাদ্রিদে আসার পর ২৩৪ ম্যাচে ১০১ গোল করেন। তিনি অ্রাটলেটিকো মাদ্রিদকে উয়েফা ইউরোপা লীগ, উয়েফা সুপার কাপ, উয়েফা ইনটারট্টো কাপ জেতাতে অনেক বড় একটা অবদান রাখেন। তারপর ২০১১-১২মৌসুমে ৩৮মিলিয়ন ইউরোর বিনিময়ে পাড়ি জমান ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার সিটিতে। আর প্রথম বছরেই কিউপিআর সাথে শেষ সময়ের তার করা গোলে দীর্ঘ ৪৪বছর পর শিরোপার দেখা পায় ম্যানচেষ্টার সিটি। প্রথম মৌসুমে তিনি কøাবের হল অব ফ্রেমে নিজেকে প্রতষ্ঠিত করেন এবং নিজেকে ক্লাবের একজন কিংবদন্তী করে তোলেন। সিটিকে দুই বার লীগ কাপ সহ ১টি করে এফএ কাপ ও এফএ কমিনিউটি শিল্ড কাপ জিতিয়েছেন। সিটির হয়ে ১৬২ ম্যাচে ১০৭ গোল করেন। এবারের লীগে ৩৩ম্যাচে ২৬ গোল করে ইংলিশ লীগের গোল্ডেন বুটও জিতেছেন। কিন্তু সিটির সাথে এখনো তার প্রায় চার বছরের চুক্তি বাকি আছে। আর ফরাসী ফরোয়ার্ড় করিম বেনজামাকে যদি হারাতে হয় তাহলে আগুয়ারাকে কেনা ছাড়া আর কোন পথ নেই। কিন্তু ম্যান সিটি বলছে তাদের এই গোল মেশিনকে যেকোন মূল্যে তারা ধরে রাখতে চাই এবং আগুয়ারা ইজ নট ফর সেল।

(এসএস/অ/মে ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test