E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ফিফা কমকর্তাদের গ্রেফতারের ঘটনাটি খুবই দু:খজনক’

২০১৫ মে ২৮ ১৩:৫৫:৪২
‘ফিফা কমকর্তাদের গ্রেফতারের ঘটনাটি খুবই দু:খজনক’

স্পোর্টস ডেস্ক : ফিফা কমকর্তাদের গ্রেফতারের ঘটনাটি ‘দু:খজনক’ উল্লেখ করে সংস্থাটির প্রেসিডেন্ট সেপ ব্লাটার জানিয়েছেন, অবশ্যই দুর্নীতি দমন করা হবে। এর আগে ১৪টি অভিযোগের ভিত্তিতে মার্কিন বিচারকের রায়ে সুইজারল্যান্ডের পুলিশের সহায়তায় ফিফার সাত কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।

এদিকে ব্লাটারকে উদ্দেশ্য করে ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা জানিয়েছে ফিফা ফুটবলের হত্যাযোগ্য চালাচ্ছে। সংস্থাটি আসছে ফিফার প্রেসিডেন্ট নির্বাচনের স্থগিতাদেশও চান।

ফিফার নিজস্ব অফিসিয়াল ওয়েব সাইটে ব্লাটার লিখেন, ‘এটা ফুটবলের জন্য কঠিন সময়। আমি জানি ফুটবলের এ হতাশার জন্য মানুষ আমাদেরই দায়ী করবে।’

তিনি আরো জানান, ‘গ্রেফতারের ঘটনাটি আসলে খুবই ‘দু:খজনক’। তবে যুক্তরাষ্ট্রের তদন্ত ও সুইজারল্যান্ড কতৃপক্ষের সহায়তাকে আমরা সাধুবাদ জানাই। এবং আমি বিশ্বাস করি ফুটবলের কোন ক্ষতি হবে ফিফা এমনটি চায় না। আর দুর্নীতি দমনে ফিফা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।’

(ওএস/এএস/মে ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test