E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিফার শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতারে উদ্বিগ্ন স্পন্সররা

২০১৫ মে ২৮ ১৪:০২:৪২
ফিফার শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতারে উদ্বিগ্ন স্পন্সররা

স্পোর্টস ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে দুর্নীতির অভিযোগে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন-ফিফার শীর্ষ সাত কর্মকর্তা গ্রেফতারের ঘটনায় ব্যাপক ‘‌উদ্বেগ’ প্রকাশ করেছে সংস্থাটির স্পন্সর প্রতিষ্ঠানগুলো।

গত বুধবার অভিযান চালিয়ে জুরিখের একটি হোটেল থেকে ফিফার সাত কর্মকর্তাকে আটক করে সুইস পুলিশ। আটকরা হলেন, সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট জেফরি ওয়েব ও ইউজেনিও ফিগুয়েরেদো, এদোয়ার্দো লি, জুলিও রোকা, কোস্টাস তাক্কাস, রাফায়েল এসকুইভেল ও জোসে মারিয়া মেরিন।

তাদের বিরুদ্ধে ধান্দাবাজি, মানি লন্ডারিং এবং জালিয়াতি ও বিশ্ব ফুটবলের পর্ষদে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এ ঘটনায় ফিফা’র প্রথম সারির স্পন্সর প্রতিষ্ঠান অ্যাডিডাস, কোকা-কোলা, ভিসা, সনি, গ্যাজপ্রম ও হুন্দাই ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে।

এক বিবৃতিতে কোকা-কোলা বলেছে, এ ঘটনা দীর্ঘ বিতর্কের জন্ম দিয়ে ফিফা বিশ্বকাপ ও তার আদর্শকে ‘কলঙ্কিত’ করলো।

অ্যাডিডাস বলেছে, আমরা সংস্কৃতিকে নীতির শীর্ষে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এবং তা আমরা আমাদের সহযোগীদের কাছ থেকেও প্রত্যাশা করি।

ফিফার দ্বিতীয় সারির স্পন্সর ম্যাকডোনাল্ড গ্রেফতারের এ ঘটনাকে ‘গভীর উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছে। পরিস্থিতি নিবীড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার এক বিবৃতিতে বলেছেন, ফুটবলে এমন অসদাচরণের কোনো স্থান নেই। এ ধরণের অপরাধের সঙ্গে জড়িতদের খেলার বাইরে রাখার বিষয়টি আমরা নিশ্চিত করবো।

এদিকে, সুইস প্রসিকিউটররা জানিয়েছেন, ২০১৮ সালে রাশিয়ায় ও ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপকে ঘিরে আলাদা আলাদা তদন্ত শুরু করেছেন তারা।

(ওএস/এএস/মে ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test