E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘এফবিআই ফিফার মুখোশ উন্মোচন করেছে’

২০১৫ মে ২৮ ১৭:১৭:০৮
‘এফবিআই ফিফার মুখোশ উন্মোচন করেছে’

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন থেকেই ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করে আসছেন দিয়েগো ম্যারাডোনা। ফিফার কর্মকর্তাদের গ্রেফতারের মধ্য দিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার মুখোশ উন্মোচিত হয়েছে বলে অভিহিত করেছেন এই আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর।

বুধবার সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফার সদর দপ্তরে ৬৫তম ফিফা কংগ্রেসে যোগ দিতে যাওয়া সাতজন কর্মকর্তাকে গ্রেফতার করে সুইস পুলিশ। মার্কিন বিচারকের রায়ে ১৪টি অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে ফিফার ভাইস প্রেসিডেন্ট আছেন বলেও জানায় আন্তর্জাতিক গণমাধ্যম।

প্রায় দুই যুগ ধরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগে তদন্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অনুরোধে জুরিখে অনুষ্ঠেয় ফিফার কংগ্রেসের আগে ওই শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।

এক সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, ‘দুর্নীতির দায়ে ফিফা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়েই প্রমাণিত হলো, ফুটবলের গভর্নিং বডির বিরুদ্ধে আমার অভিযোগগুলো সম্পূর্ণ যৌক্তিক ছিল। অভিযুক্তরা ঘুষ হিসেবে যে অর্থ নিয়েছে তা আফ্রিকান শিশুদের জন্য ট্রেনিং ক্যাম্প করার পেছনে বিনিয়োগ করা উচিৎ।’

৮৬ বিশ্বকাপের নায়ক আরও বলেন, ‘মানুষ বলতো আমি উন্মাদের মতো কথা বলছি। কিন্তু, আজ এফবিআই সত্য উদঘাটন করেছে। এর মধ্য দিয়ে আমেরিকানরা অনবদ্য ভূমিকা রেখেছে। ফিফার অভ্যন্তরে কি ঘটছে সবাই এখন ‍তা টের পাচ্ছে। বর্তমানে ফুটবল বলতে কিছু নেই। কোনো স্বচ্ছতা নেই। সবাইকে মিথ্যা আশ্বাস দিয়ে সেপ ব্ল্যাটার ফিফার সর্বোচ্চ পদটি আকড়ে ধরে আছেন। এমন একজনকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করতে হবে যিনি বিশ্ব ফুটবলকে দক্ষতার সঙ্গে এগিয়ে নিতে পারবেন।’

উল্লেখ্য, পঞ্চমবারের মতো ফিফা প্রেসিডেন্ট পদে লড়বেন ৭৯ বছর বয়সী ব্ল্যাটার। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইন। আগামীকাল শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে।

(ওএস/এএস/মে ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test