E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দল বদলের মাঠে ইউরোপের ক্লাব ও খেলোয়াড়রা

২০১৫ মে ২৯ ২০:৩৪:৫১
দল বদলের মাঠে ইউরোপের ক্লাব ও খেলোয়াড়রা

শোভন সাহা : ইউরোপের ক্লাব ফুটবলে আগামী মৌসুম আসতে এখনো বাকি প্রায় দুই মাসের বেশি। ইউরোপের বড় বড় ক্লাবরা টাকা হাতে এখনই খেলোয়াড়দের দর কষাকষি শুরু করে দিয়েছে। এবারের মৌসুমে সবচেয়ে আলোচিত ফুটবলার ক্লাব জুভেন্টাসের হয়ে খেলা পল পকবা। তাকে পাবার জন্য রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বার্য়ন মিউনিখ, ম্যানচেষ্টার সিটি সহ আরো অনেক বড় ক্লাব টাকার বস্তা হাতে অপেক্ষা করছে।

পল পকবার জন্য ম্যান সিটি ৮৫মিলিয়ন ইউরোর অফার দিযেছে, একই সময়ে বার্সা, রিয়াল দুই ক্লাবও চেষ্টা করছে। কিন্তু গোল ডট কমের বৃহ:স্পতিবারে রিপোর্টে অনেকটা পরিষ্কার হয়ে যায় পকবাকে প্রায় নিজেদের দলে টেনে নিয়েছে বার্সা। রিয়াল মাদ্রিদ ইংলিশ ফুটবলার রাহিম স্ট্রালিংয়ের জন্য ৫০মিলিয়ন ইউরো বিট করেছে। তাছাড়া আগামী মৌসুমে আর এক ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার ইউনাটেডের চ্যাম্পিয়ন লীগ খেলার জন্য ও দলকে আরো শক্তিশালী করতে হ্যারি কিন অথবা করিম বেনজামাকে দলে টানতে চাচ্ছে। তাছাড়া ম্যান ইউ বরসিয়া ডটমুন্ডের জার্মানীর গান্ডেগানের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। ব্রাজিলিয়ান খেলোয়ার দানি আলভেস ইংলিশ লীগে খেলতে চাই তাকে পারার লড়ায়ে আছে চেলসি, ম্যানচেষ্টার শহরের দুই ক্লাবই। আর্সেনাল পের্তোর কলম্বিয়ান স্টাইকার জ্যাকসন মার্টিনেজকে দলে পেতে ২৩মিলিয়ন ইউরো খরচ করবে বলে জানিয়েছে। এন্ডি ক্যারলের গায়ে আবার উঠতে পারে নিউক্যাসেল ইউনাইডের জার্সি। ইটালীর ক্লাব রোমা তাদের দলে বসনিয়ান সুপার স্টার এডিন জেকোকে ভিড়াতে ম্যান সিটির সাথে আলোচনা শুরু করেছে। ফিরোন্টিনার ব্রাজিলিয়ান গোলকিপার নিটো ইতিমধ্যে ইউরোপের অন্যতম সফল ক্লাব লিভারপুলের নজর কেড়েছে। ডি মারিয়াকে বার্য়ন মিউনিখ ও প্যারিস সেন্ট জার্মেইন তাদের দলে পেতে চাচ্ছে। বার্য়ান ম্যান ইউকে ডি মারিয়ার জন্য ৫৯.৭মিলিয়ন ইউরো দিতে রাজি। ইউরো স্পোর্টস দাবি করছে রিয়াল গোল মেশিন ক্রিটিয়ানো রোনালদোর জন্য পিএসজি ১২৫মিলিয়ন ইউরো খরচ করতে যেকোন সময় প্রস্তুত। বিশ্বকাপ জয়ী জমার্নীর খেলোয়ার সামি খেদেরা রিয়াল ছেড়ে যোগ দিচ্ছেন তুরিনের ওল্ড লেডি খ্যাত জুভেন্টাসে। আর ম্যনচেষ্টার ইউনাইটেড ছেড়ে আবারও মোনাকোতে যোগ দিলেন কলম্বিয়ান ফরোর্য়াড় রাদামেল ফ্যালকাও।

(এসএস/অ/মে ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test