E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বুট জোড়া তুলে রাখলেন রিও ফার্ডিনান্ড

২০১৫ জুন ০১ ২১:৫৮:০৪
বুট জোড়া তুলে রাখলেন রিও ফার্ডিনান্ড

শোভন সাহা : সাবেক ইংলিশ ফুটবলার রিও ফার্ডিনান্ড অনেক আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছিলেন।

রবিবার রাতে গোল ডট কমের প্রকাশিত নিউজে বলা হয় ক্লাব ফুটবল থেকে এবার অবসর নিলেন সাবেক ম্যানচেষ্টার ইউনাইটেডের সেন্টার ব্যাক খেলোয়াড় রিও ফার্ডিনান্ড। এক বর্ণালী ক্যারিয়ারের ইতি টানলেন রিও ফার্ডিনান্ড।

১৯৯৬ সালে ওয়েস্ট হাম ইউনাইটেডের হয়ে প্রথম ক্লাব ফুটবলের ক্যারিয়ার শুরু করেন ইংলিশ এই সেন্টার ব্যাক। তারপর লিডস ইউনাইটেডের হয়ে ২ বছর খেলা শেষে ২০০২ সালে ২৯.১ মিলিয়ন ইউরোতে পাড়ি জমান ইংল্যান্ডের অন্যতম সফল দল ম্যান ইউতে। সেখানে তিনি তার জীবনের সবচেয়ে সোনালী সময় কাটান। ক্লাব ক্যারিয়ারে তিনি ১টি চ্যম্পিয়ন লীগ, ৬টি ইংলিশ প্রিমিয়ার লীগ সহ সর্বোমোট ১৯টি শিরোপা জেতেন।

তিনি ইংল্যান্ডের হয়ে ১৯৯৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ৮১টি ম্যাচে ৩ গোল করেন আর ক্লাব ক্যারিয়ারে ৭১০ ম্যাচে ১৩টি গোল করেন।

ওয়েস্ট হাম ইউনাইটেডের যুব একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড় অবসরের সময়ে শেষ মৌসুম কাটান কুইন্স পার্ক রেজ্ঞার্সের (কিউপিআর) হয়ে এবং মাত্র ১২টি ম্যাচ খেলেন।

এই বছর মার্চের প্রথম দিকে দলে জায়গা হারানো ছাড়াও বর্তমানে তার ফর্মের গ্রাফটা অনেকটা শোচনীয় ছিল। আর ইনজুিরতো ছিলোই। কিউপিআর বর্তমানে প্রিমিয়ার লীগ থেকে অবনমন হয়ে নিচের লীগে নেমে গিয়েছে।

তিনি ২০১০ সালে যখন ইংল্যান্ডের হয়ে খেলতেন সেই সময়কে ইংল্যান্ডের সোনালী যুগ বলা হত। ডেবিড বেকহ্যাম, মাইকেল ওয়েন, জেরার্ড, ল্যাম্বপার্ড সহ অনেক তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড় ছিল। তারা ইংলিশ ফুটবলকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।

আর ম্যান ইউতে খেলার সময় ভিদিচের সাথে তার জুটির উপর ফার্গুসনের অনেক বড় আস্থা ছিল। তিনি ৬ বার প্রিমিয়ার লীগ অ্যাসোসিয়েশানের (পিএফএ) সেরা দলের খেলোয়ারদের মধ্যে ছিলেন।

জাতীয় দলের ক্যাপ্টেন ছাড়াও ক্লাব ম্যান ইউতেও ক্যাপ্টেন ছিলেন। বিদায় বেলা হয়ত একটা আক্ষেপ কাজ করছে কারণ ইংল্যান্ডের হয়ে বড় কেন শিরোপা জেতা হয়নি তার।

(এসএস/পিএস/জুন ০১, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test