E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতের অপেক্ষায় সাব্বির

২০১৫ জুন ০২ ২০:৩০:২৫
ভারতের অপেক্ষায় সাব্বির

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ওয়ানডে এবং টি-২০ ক্রিকেটে জাতীয় দলে নিজের জায়গাটাকে প্রায় পাকা-পোক্ত করে ফেলেছেন তরুণ অলরাউন্ডার সাব্বির রহমান রুম্মান। তাই এখন টেস্ট সিরিজ নিয়ে খুব একটা মাথা ঘামাতে চান না তিনি। আসন্ন ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো খেলাই তার একমাত্র লক্ষ্য।

আসন্ন ভারত সিরিজকে সামনে রেখে অন্যরকম এক উত্তেজনায় ভুগছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশেষ করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ধোনি-বাহিনীর কাছে হারের পর আসন্ন সিরিজটি ঘিরে দু’দেশের সমর্থকদের মাঝে পাওয়া যাচ্ছে ভিন্ন উত্তেজনার রেশ।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে একাধিক সিদ্ধান্ত গিয়েছিল মাশরাফি বাহিনীর বিপরীতে। তবে বিশ্বকাপের ঐ ম্যাচটি নিয়ে আর ভাবতে চান না। তাই বলে সে ম্যাচটি মন থেকে একবারে মুছেও ফেলতে পারেননি সাব্বির রহমান রুম্মান।

মঙ্গলবার জাতীয় দলের অনুশীলনের পর সাব্বির আসন্ন সিরিজ নিয়ে বলেন, ‘বিশ্বকাপের পর থেকে আমরা খুব ভাল খেলছি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কি হয়েছে সবাই দেখেছে। ওইসব চিন্তা আমাদের মাথায় নেই। আমরা আশা করি ভারতের সঙ্গে সেরা ক্রিকেট খেলবো। এছাড়া গত সিরিজ আমরা খুব ভাল খেলেছি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে আমরা আত্মবিশ্বাস নিতে পারব।’

ওয়ানডেতে ভালো পারফর্ম করলেও টেস্ট ক্রিকেটে এখনও খেলা হয়নি সাব্বিরের। তাই এবার লংগার ভার্সনের ক্রিকেটের দিকে দৃষ্টি দিতে চান তিনি। যদিও সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডের ম্যাচে সাব্বিরের ব্যাট থেকে এসেছিল ৭৫ রানের দায়িত্বশীল এক ইনিংস।

টেস্ট ম্যাচে খেলার ইচ্ছার প্রসঙ্গে সাব্বির বলেন, ‘আসলে আমি সেভাবে চিন্তা করছি না। টিম ম্যানেজম্যান্ট যেভাবে চিন্তা করবে, সেভাবেই আমাকে কাজ করতে হবে। আমি যেখানেই সুযোগ পাব ভালো খেলার চেষ্টা করবো। আমার জায়গায় কেউ না কেউ ভাল খেলছে। টেস্টে আমি যখন সুযোগ পাব, তখন আমি ভাল ভাবে চেষ্টা করব।’ ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং স্টাইলে কিছুটা পরিবর্তন করেছেন সাব্বির। টেস্ট খেলার স্বপ্ন থেকেই কী-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে এমন চিন্তা নেই। আমি লং টাইম ব্যাটিং অনুশীলন করছি, ব্যাটিংয়ে সময় দেই এজন্য হয়তো ব্যাটিংটা ভাল হচ্ছে। আমার এমন চিন্তা-ধারাও নেই টেস্ট দলে খেলবো। তবে আমি চেষ্টা করি সব সময় ভাল খেলার জন্য। যখন যেভাবে সুযোগ পাই না কেন তা কাজে লাগানোর চেষ্টা করবো।’

ফতুল্লায় ১০ জুন থেকে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। আর তাই ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেট চেয়েছেন জাতীয় দলের বাঁ-হাতি ওপেনার ইমরুল কায়েস। তবে টেস্ট সাব্বিরের চাওয়া ভিন্ন। এ বিষয়ে তরুণ এই অলরাউন্ডার বলেন, ‘উইকেট নিয়ে আলাদা কোনো চাওয়া নেই। দুই দলই ভাল ব্যাটিং করুক, বোলাররা ভাল বোলিং করবে এটাই চাই। বিশেষ করে টেস্ট ম্যাচটা ভাল হোক এটাই আমাদের সবার চাওয়া।’

বাংলাদেশ দলে অনেক বাঁ-হাতি ব্যাটসম্যান আছেন। ভারতীয় দল টেস্টের জন্য দুই অফ-স্পিনারকে নিয়ে এবারের সফরে আসবে ত। তাই রবিচন্দ্রন অশ্বিন ও হরভজন সিংয়ের বিপক্ষে দুর্বলতা নিয়ে আলাদাভাবে কাজ করছে স্বাগতিকরা।এ সম্পর্কে সাব্বির বলেন, ‘আমাদের দুর্বলতাগুলো নিয়ে আমরা যথেষ্ট কাজ করছি। আশা করি আমরা ভাল খেলব।’

পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করায় ভারতীয় দলের বিপক্ষেও টাইগার সমর্থকদের প্রত্যাশাটার পারদটাও চড়েছে ওপরে। তাই বলে হাওয়ায় উড়তে নারাজ সাব্বির, ‘২-১ এবং ৩-০ এমন কোনো চিন্তা ভাবনা আমাদের নেই। আমরা ভাল ক্রিকেট খেলব। যেভাবে পাকিস্তানের বিপক্ষে খেলেছি, সেভাবেই খেলার চেষ্টা করব। দেখা যাক বাকিটা কী হয়।’

(ওএস/পি/জুন ০২, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test