E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাঠে প্ল্যাকার্ড-ফেস্টুনে বিসিবির না!

২০১৫ জুন ০৩ ২১:০০:৩৮
মাঠে প্ল্যাকার্ড-ফেস্টুনে বিসিবির না!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : দর্শক-সমর্থকরা নানা রকম প্ল্যাকার্ড-ফেস্টুনে মজার মজার সব স্লোগান লিখে এনে গ্যালারি রাঙ্গিয়ে তোলে। যেন উৎসবের হাট বসে গ্যালারিতে। আসন্ন ভারতের বিপক্ষে সিরিজেও গ্যালারি রাঙ্গিয়ে তুলতে চাইবেন তারা। উৎসবে মাতোয়ারা হবেন ক্রিকেটের রঙে। কিন্তু দর্শক-সমর্থকদের এই উৎসবে এবার বাধ সাধতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বিপক্ষে সিরিজে আপত্তিকর প্ল্যাকার্ড-ফেস্টুন, স্লোগান-মন্তব্য নিষিদ্ধ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত মার্চে মেলবোর্নে বিশ্বকাপের বিতর্কিত কোয়ার্টার ফাইনালের পর এক ধরনের ভারত-বিরোধী আবেগ তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেট-সমর্থকদের মধ্যে। সে কারণেই আশঙ্কা করা হচ্ছে, আসন্ন সিরিজেও তার প্রভাব পড়তে পারে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন মিডিয়া, টিভি বিজ্ঞাপনে সেটির যথেষ্ট প্রমাণও মিলছে। ভারতের বিপক্ষে কোনো সিরিজের আগে এমনটা আগে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে খুব সতর্ক বিসিবি।

বিসিবির নিরাপত্তাবিষয়ক কমিটির চেয়ারম্যান মনজুর কাদের বিষয়টির ব্যাখ্যা প্রসঙ্গে দিয়ে বলেন, ‘আপত্তিকর প্ল্যাকার্ড-ফেস্টুন, এমনকি আপত্তিকর স্লোগানও নিষিদ্ধ। এমনকি কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে নিরাপত্তাকর্মীরা ব্যবস্থা নেবে। মনে রাখতে হবে এটা খেলা, কোনো যুদ্ধের ময়দান নয়। আমরা মাঠের খেলায় বিশ্বাসী। এমনিতে ভারত-পাকিস্তান খুব স্পর্শকাতর বিষয়। তাই আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছে, মাঠে আপত্তিকর কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য হবে না।’

এখানে ‘আপত্তিকর’ বলতে কী বোঝানো হচ্ছে, এমন প্রশ্নে মনজুর কাদের বললেন, ‘বাংলাদেশ-ভারতের সম্পর্ক খুবই মধুর। এ সম্পর্কটা ক্ষুন্ন করে এমন কোনো মন্তব্য-বক্তব্য সংবলিত প্ল্যাকার্ড-ফেস্টুন গ্রহণযোগ্য হবে না। সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে গ্যালারিতে। ক্রিকেট উপভোগ করতেই মাঠে আসবে মানুষ। এখানে কেউ যদি যুদ্ধ বাধিয়ে দিতে চায়, সেটা নিশ্চয় গ্রহণযোগ্য হতে পারে না।’

শোনা যাচ্ছে, ভারতীয় দলকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। এটি কি কোনো শঙ্কা থেকে? মনজুর কাদের বলেন, বিষয়টি তা নয়। অন্য দলকে যেভাবে নিরাপত্তা দেওয়া হয় ভারত সেটিই পাবে, ‘বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা যে কোনো দলকেই আমরা দিয়ে থাকি।’

এ ব্যাপারে তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে যে বাহিনী নিরাপত্তা দিয়ে থাকে, একই বাহিনী গত ২০১১ বিশ্বকাপেও খেলোয়াড়দের নিরাপত্তা দিয়েছিল। তারা এবার ভারতীয় দলকেও নিরাপত্তা দেবে। এ নিরাপত্তা প্রতিটি দলের ক্ষেত্রেই দেওয়া হয়। কদিন আগে পাকিস্তান দলকেও একই নিরাপত্তা দেওয়া হয়েছিল।’

(ওএস/পি/জুন ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test