E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাজে পারফরম্যান্সই কপাল পুড়ালো নাসিরের

২০১৫ জুন ০৩ ২১:২২:৪০
বাজে পারফরম্যান্সই কপাল পুড়ালো নাসিরের

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ভারতের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে বুধবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল ঘোষণায় ছিল না কোনো চমক। পাকিস্তান সিরিজের দলটিই অপরিবর্তিত রেখেছে নির্বাচক কমিটি। অনুমিতভাবে দলে ফিরেছেন পাকিস্তানের বিপক্ষে ইনজুরির কারণে ঢাকা টেস্ট মিস করা ডানহাতি পেসার রুবেল হোসেন। তবে এই দলে জায়গা হয়নি অলরাউন্ডার নাসির হোসেনের। মূলতঃ সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) বাজে পারফরম্যান্সই নাসিরকে পিছিয়ে দিয়েছে।

অথচ, ছয় টেস্টের ক্যারিয়ারে প্রশ্নবিদ্ধ পারফরম্যান্সের পরও দলে টিকে গেছেন শুভাগত হোম চৌধুরী। নাসিরের সঙ্গে টেস্ট দলে উপেক্ষিত থাকলেন এনামুল হক বিজয়ও। এছাড়া এবারও টেস্ট দলে জায়গা হয়নি অলরাউন্ডার সাব্বির রহমান, স্পিনার আরাফাত সানি, পেসার তাসকিন আহমেদের। এমনকি এনসিএলে ৭০.৬৩ গড়ে ৭৭৭ রান করা রনি তালুকদারের জায়গা হয়নি এবারও।

দুপুরে আনুষ্ঠানিকভাবে টেস্ট স্কোয়াড ঘোষণার পর দল নির্বাচন নিয়ে ব্যাখ্যা দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সদ্য শেষ হওয়া বিসিএলের দুটি ম্যাচ খেলেছিলেন নাসির। আর এই দুটি ম্যাচের তিনটি ইনিংসে তার সংগ্রহ ছিল মাত্র ৬৬ রান।

যা তাকে টেস্ট স্কোয়াডে পিছিয়ে দিয়েছে। তাইতো নাসিরের টেস্ট দলে সুযোগ না পাওয়ার বিষয়ে ফারুক আহমেদ বলেন, ‘নাসিরের ব্যাপারে আমরা আলোচনা করেছি। কিন্তু দলে আট নম্বরে ব্যাটসম্যান আছে বলে তাকে আমরা বিবেচনা করিনি। তার বদলে একজন বোলার নিয়েছি। সৌম্য খুব ভালো ব্যাটসম্যান। টেস্টে সে ছয়-সাত নম্বরে ব্যাট করছে। ওই পজিশনে সে দারুণ উপযোগী। ওই সময়ে নতুন বল নেওয়া হয়, যা সে ভালো খেলতে পারবে।’

প্রশ্নবিদ্ধ পারফরম্যান্সের পরও দলে টিকে গেছেন শুভাগত হোম চৌধুরী। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘টেস্ট ক্রিকেটে আমরা যে রকম বোলিং আক্রমণ চাই, তা এখনো আমরা অর্জন করতে পারিনি। অফস্পিনারের কথা চিন্তা করলে আমাদের সামনে তেমন কোনো অপশন থাকে না। যে বিষয়টি লেগ স্পিনের ক্ষেত্রে উল্টো।’

তিনি আরও বলেন,‘ এর আগে সোহাগ গাজী ছিলো। অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়ে এবং পরে আবার বোলিংয়ের অনুমতি পেয়ে সে ঘরোয়া ক্রিকেটে খেলছে। বোলিং এবং ব্যাটিং দুটিতেই সে ভালো করার চেষ্টা। তবে আমরা চাচ্ছি সে নতুন অ্যাকশনে অভ্যস্থ হয়ে উঠলে হয়তো সে সুযোগ পাবে। আর শুভাগতর ব্যপারটা হলো- এই মুহূর্তের সেই আমাদের দ্বিতীয় সেরা পছন্দ (অফস্পিনার হিসেবে)। বিসিএলে এক ম্যাচে সে নয়টি উইকেট পেয়েছে। সে হিসেবে আমাদের মনে হয়েছে শুভাগতই আমাদের কাছে এখন অফস্পিনার হিসেবে সেরা পছন্দ।’

(ওএস/পি/জুন ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test