E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্পট-ফিক্সিংয়ের অভিযোগ স্বীকার করলেন সালমান বাট

২০১৫ জুন ১৮ ১২:২৮:১০
স্পট-ফিক্সিংয়ের অভিযোগ স্বীকার করলেন সালমান বাট

স্পোর্টস ডেস্ক, ঢাকা : স্পট-ফিক্সিংয়ের অভিযোগ নিজে মুখে স্বীকার না করলে, কমপক্ষে ১০ বছর পর্যন্ত নিষিদ্ধ থাকতে হবে- দিন দুয়েক আগে সালমান বাটকে কড়া ভাষায় এমন কথা জানিয়ে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাক বোর্ডের চাপে পড়েই মঙ্গলবার নিজের দোষ লিখিত ভাবে স্বীকার করে নিলেন বাট।

পাঁচ বছর পর এসে স্পট-ফিক্সিংয়ের অভিযোগ স্বীকার করলেন পাকিস্তানের নিষিদ্ধ ক্রিকেটার সালমান বাট। পাকিস্তানের সাবেক অধিনায়ক এদিন তার দেশের বোর্ডের (পিসিবি) কাছে লিখিত স্বীকারোক্তি স্বাক্ষর করে জমা দিলেন। মনে করা হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্যই তার এ পদক্ষেপ।

২০১০ অগস্টে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে ইচ্ছাকৃত নো বল করার জন্য টাকা নেন তিন পাক ক্রিকেটার। সালমান ছাড়া ওই চক্রে ছিলেন দুই পেসার মোহাম্মদ আমের এবং মোহাম্মদ আসিফ। লন্ডনের আদালতে মামলার পর শাস্তিও পান তিন জন।

এছাড়া আইসিসির অ্যান্টি করাপসন (আকসু) ট্রাইব্যুনাল থেকে প্রথমে সালমান বাটকে ১০ বছরের, মোহাম্মদ আসিফকে ৭ বছরের এবং মোহাম্মদ আমেরকে ৫ বছরের নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়। পরে অবশ্য তিনজনকেই সমান ৫ বছর করে শাস্তি দেওয়া হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘এর আগে সালমান নির্দিষ্ট ভাবে স্পট-ফিক্সিংয়ের অভিযোগ মেনে নেয়নি। তাই আমরা ওকে একটা বিবৃতি দিয়েছিলাম স্বাক্ষর করার জন্য। সেটা ও বোর্ডের কাছে জমা দিয়েছে।’

২০১৩ জুনে স্পট-ফিক্সিং মামলা নিয়ে মুখ খুলেছিলেন সালমান। কিন্তু তাকে ‘সাধারণ স্বীকারোক্তি’ হিসেবে দেখেছিল পাকিস্তান বোর্ড। শাহরিয়ার আরও জানান যে, সালমানের স্বাক্ষর করা বিবৃতি আইসিসির দুর্নীতিদমন শাখার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতেই আইসিসি তাদের দুর্নীতি দমন নীতিতে কিছুটা পরিবর্তন আনে। যার ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার মেয়াদ উঠে যাওয়ার কিছুদিন আগে থেকেই তারা ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন। সে নিয়মেই মোহাম্মদ আমির ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করতে পেরেছেন।

(ওএস/পি/জুন ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test