E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শুরুতেই ব্যাকফুটে শ্রীলংকা

২০১৫ জুন ১৮ ১৫:০৪:১৭
শুরুতেই ব্যাকফুটে শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : গল টেস্টের প্রথম দিন ভেসে গেছে বৃষ্টিতে। টসও করতে পারেনি শ্রীলংকা এবং পাকিস্তানের দুই অধিনায়ক। দ্বিতীয় দিন প্রয় দুই ঘন্টা খেলা বন্ধ থাকার পর অবশেষে মাঠে গড়িয়েছে খেলা। কয়েন নিক্ষেপে জয় লাভ করলেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক। বৃষ্টি ভেজা গলের উইকেটের কথা বিবেচনা করে প্রথমেই ফিল্ডিং বেছে নিলেন মিসবাহ। আমন্ত্রণ জানালেন স্বাগতিক শ্রীলংকাকে ব্যাট করার।

অধিনায়ক মিসবাহর বিচারই ঠিক হলো। শুরুতেই লংকানদের ওপর আঘাত হানতে সক্ষম হলেন পাকিস্তানি বোলাররা। বিশেষ করে বললে ওয়াহাব রিয়াজ। শুরুতেই তিনি ফিরিয়ে দিলেন লংকান ওপেনার দিমুথ করুনারত্নেকে। ৪২ বলে মাত্র ২১ রান করেই আউট হয়ে গেলেন তিনি। স্লো উইকেটে হঠাৎ লাফিয়ে ওঠা বল বুঝতে পারেননি করুনারত্নে। ব্যাটের কানায় লাগিয়ে বল জমা দিলেন উইকেটের পেছনে সরফরাজ আহমেদের গ্লাভসে।

উইকেটে রয়েছেন কুশল সিলভার সঙ্গে অভিজ্ঞ সাঙ্গাকারা। এ রিপোর্ট লেখার সময় শ্রীলংকার রান ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০। কুশল সিলভা ৮ এবং সাঙ্গাকারা রয়েছেন ৪ রানে।

(ওএস/পি/জুন ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test