E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩০৮ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত

২০১৫ জুন ১৮ ২০:৩৯:২০
৩০৮ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ছুড়ে দেওয়া ৩০৮ রানের লক্ষে ব্যাট করছে ভারত। এর আগে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল, সৌম্য সরকার এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটে চড়ে ভারতকে ৩০৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। এর আগে ২ বল বাকি থাকতেই ৪৯.৪ ওভারে সব কয়টি ইউকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে টাইগাররা।

বৃহস্পতিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে খেলতে থাকা টাইগারদের উড়ন্ত সূচনায় বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। এক সময় ১৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০২ রান তোলে বাংলাদেশ। কিন্তু ১৫তম ওভারে বৃষ্টি আসার পর সবকিছু উলটপালট হয়ে যায়।

বৃষ্টির পর মনঃসংযোগ ধরে রাখতে না পারায় দ্রুত তিন তিনটি উইকেট পতনে চাপে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে সাকিব আল হাসান এবং সাব্বির আহমেদ ৮৭ রানের জুটি গড়ে বড় রান সংগ্রহের ইঙ্গিত দেন। এরপর সাব্বির আউট হওয়ায় নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে ৩০৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

বৃষ্টিতে ১ ঘণ্টা ৩ মিনিট খেলা বন্ধ থাকার পর ৫টা ১০ মিনিটে আবারো ব্যাটিং শুরু করে বাংলাদেশ। মাত্র ১১ বল পরেই আউট হয়ে ফিরে যান তামিম ইকবাল। রবিচন্দ্রন অশ্বিনের বল এগিয়ে এসে খেলতে গিয়ে ঠিকভাবে লাগাতে না পেরে বল উপরে উঠে যায়। হাওয়ায় ভাসানো সহজ ক্যাচ ধরতে কোনো ভুল করেননি রোহিত শর্মা।

নিজের পঞ্চম ওভারে বল করতে এসে আবারো বাংলাদেশ শিবিরে আঘাত হানেন রবিচন্দ্রন অশ্বিন। তার বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফিরেন অভিষিক্ত লিটন দাস।

২৪তম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বল এগিয়ে এসে উড়িয়ে খেলতে গিয়ে লংঅনে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

মুশফিকের বিদায়ের পর সাকিব আল হাসান এবং সাব্বির আহমেদ দলের হাল ধরেন। তাদের ৮৭ রানের জুটিতে এগিয়ে যায় বাংলাদেশ। তবে পাওয়ার প্লেতে রবিচন্দ্রন অশ্বিনের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাব্বির। ৪৪ বলে ৫ চার এবং ১ ছয়ে ৪১ রান করে ফিরে যান তিনি।

সাব্বিরের বিদায়ের পর নাসিরকে নিয়ে ইনিংস মেরামতের কাজ চালিয়ে যান সাকিব আল হাসান। কিন্তু দলীয় ২৬৭ রানে যাদবের বলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সাকিব। ৬৮ বলে ৫২ রান করেন এই ব্যাটসম্যান। এরপর নাসিরও বেশিক্ষণ থাকতে পারেননি। তিনিও যাদবের বলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে সাকিবের পথ ধরেন।

শেষদিকে অধিনায়ক মাশরাফির ঝড়ো ব্যাটিংয়ে দল ৩০০ রানের কোটা পেরুতে পারে। ১৮ বলে ৩ বাউন্ডারিতে ২১ রান করেন মাশরাফি।

ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ৫১ রানে ৩ উইকেট নেন। এছাড়া ভুবেনেশ্বর কুমার ও উমেশ যাদব ২টি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশঃ ৩০৭/১০, ৪৯.৪ ওভার
(তামিম ইকবাল(৬০), লিটন দাস(৮), সৌম্য সরকার(৫৪), সাকিব আল হাসান(৫২), মুশফিকুর রাহিম(১৪), সাব্বির আহমেদ(৮১), নাসির হোসেন(২৪), মাশরাফি মুর্তজা (২১), রুবেল হোসেন(৪), তাসকিন আহমেদ(২) ও মুস্তাফিজুর রহমান(০*); রবিচন্দ্রন অশ্বিন ৫১/৩, ভুবেনেশ্বর কুমার ৩৭/২ ও উমেশ যাদব ৫৮/২)।

(ওএস/অ/জুন ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test