E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ওয়ানডে ক্রিকেটের ব্যাটিংয়ে বাতিল পাওয়ার প্লে

২০১৫ জুন ২৭ ১১:১২:৪৭
ওয়ানডে ক্রিকেটের ব্যাটিংয়ে বাতিল পাওয়ার প্লে


স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে আর থাকছে না ব্যাটিং পাওয়ার প্লে। ব্যাট ও বলের লড়াইয়ে ভারসাম্য আনতে ওয়ানডে ক্রিকেটের ফিল্ডিংয়ে আরও কয়েকটি পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটসম্যানরা এখন বোলারদের চেয়ে অনেক বেশি সুবিধা পান উল্লেখ করে আইসিসির ক্রিকেট কমিটি ব্যাটিং পাওয়ার প্লে বাদ দেওয়ার সুপারিশ করেছিল।

বার্বাডোজে আইসিসির বার্ষিক সভায় শুক্রবার তা অনুমোদিত হয়। প্রথম ১০ ওভারে পাওয়ার প্লে'র সময় বাধ্যতামূলক দুজন ক্লোজ ফিল্ডার রাখার নিয়ম বাদ দেওয়া হয়েছে।

আর এখন থেকে শেষ ১০ ওভারে ৩০ গজের বাইরে সর্বোচ্চ পাঁচজন ফিল্ডার রাখা যাবে। ফলে এখন থেকে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ দুজন খেলোয়াড় ৩০ গজের বাইরে থাকতে পারবেন। পরের ৩০ ওভারে সর্বোচ্চ চারজন খেলোয়াড় এবং শেষ ১০ ওভারে সর্বোচ্চ পাঁচজন ৩০ গজের বাইরে থাকতে পারবেন। এখন তাই প্রয়োজন আক্রমণাত্মক বা রক্ষণাত্মক ফিল্ডিং সাজাতে পারবেন অধিনায়ক। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সব নো বলেই এখন ফ্রি-হিট দেওয়া হবে। আগে কেবল কেবল পায়ের নো বলে (ওভার স্টেপিং) ফ্রি-হিট দেওয়া হতো।

আগামী ৫ জুলাই থেকে নিয়মগুলো কার্যকর হবে বলে আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ব্যাটিং পাওয়ার প্লে বাদ দেওয়ার কারণ হিসেবে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন জানান, এই পাঁচ ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে মাত্র তিনজন ফিল্ডার থাকার সুযোগ নিয়ে ব্যাটসম্যানরা তাণ্ডব চালায়। সাধারণত ৩৬তম থেকে ৪০তম ওভার পর্যন্ত এই পাওয়ার প্লে নেওয়া হতো। সঙ্গে শেষ ১০ ওভার মিলিয়ে শেষ ১৫ ওভারে একটি ভালো ব্যাটিং উইকেটে ব্যাটসম্যানরা ইচ্ছেমতো মেরে খেলে।

(ওএস/এসসি/জুন২৭.২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test