E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মিরাজের লক্ষ্য সিরিজ জয়

২০১৫ জুন ২৭ ২০:০০:৫২
মিরাজের লক্ষ্য সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক, ঢাকা : দলের সেরা চার ক্রিকেটারকে ছাড়াই গত এপ্রিলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ৬-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশের যুবারা। সেবার পরীক্ষার কারণে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজসহ চার খেলোয়াড় ছিল না। তারপরও নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে সিরিজ জিতেছিল বাংলাদেশের অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

এবার দক্ষিণ আফ্রিকার পেস-সহায়ক কন্ডিশনে খেলতে হবে মিরাজদের। রবিবার রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে অনুর্ধ্ব-১৯ দল। দলে চার খেলোয়াড় ফেরায় দারুণ আত্মবিশ্বাসী অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তার লক্ষ্য দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়। ওয়ানডে সিরিজ খেলতে রোববার ভোর সাড়ে ৩টা ২৫ মিনিটে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন যুবারা। গত এপ্রিলে ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজে যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা সফরে সেই সিরিজকেই অনুপ্রেরণা মানছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

এ বিষয়ে তিনি বলেন, ‘চ্যাম্পিয়নদের আমরা দেশের মাটিতে যেভাবে হারিয়েছি, সেই আত্মবিশ্বাস আমাদের অনেক কাজে লাগবে। আশা করি, আবারও ভালো একটি সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারব।’ আগামী বছরের শুরুতে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। তাই যুব বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশের তরুণরা। প্রস্তুতির জন্য দক্ষিণ আফ্রিকার সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন বাংলাদেশ অনূধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। কারণ সিরিজের এই অভিজ্ঞতা ঘরের মাঠে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে কাজে দেবে বলে জানান তিনি ।

আগামী বিশ্বকাপের আগে এ সিরিজ প্রসঙ্গে মেহেদি হাসান বলেন, ‘দক্ষিণ আফ্রিকা গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন (অনূর্ধ্ব-১৯)। ওদের বিপক্ষে ভালো খেললে সেটা বিশ্বকাপেও কাজে দেবে। বড় দলের বিপক্ষে খেলতে পারলে অভিজ্ঞতা বাড়ে। তাছাড়া দেশ ও দেশের বাইরে মিলিয়ে ওদের বিপক্ষে ১৪টা ম্যাচ খেলা হবে। এতগুলো ম্যাচ খেললে আত্মবিশ্বাস আরও বাড়বে।’ বাংলাদেশ জাতীয় দলের পারফরম্যান্সকে নিজেদের জন্য বড় অনুপ্রেরণা মনে করছেন তিনি।

মেহেদীর বিশ্বাস, আগামী বিশ্বকাপ ও সামনের পথ চলাতে যুবাদের উৎসাহ জোগাবে বড়দের পারফরম্যান্স। মাশরাফি বাহিনীর সাম্প্রতিক পারফরম্যান্সে বড় হয়েছে তাদের স্বপ্নের সীমানা। এ বিষয়ে মেহেদি হাসান বলেন,‘আমাদের জাতীয় দল এখন যেভাবে খেলছে, বিশ্বকাপের পর পাকিস্তান ও ভারতকে যেভাবে হারাল, তাতে আমরাও দারুণ অনুপ্রাণিত হয়েছি। এগিয়ে যাওয়ার দারুণ উৎসাহ পাচ্ছি আমরা। পুরো ক্রিকেটবিশ্বেই আমাদের এখন অনেক বেশি সম্মান। তাই আমাদের চেষ্টা থাকবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় করে দেশের সম্মান আরও বাড়ানো।’

(ওএস/পি/জুন ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test