E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সেমি ফাইনালে চোখ ব্রাজিলের

২০১৫ জুন ২৭ ২০:২৪:১৫
সেমি ফাইনালে চোখ ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক, ঢাকা : নেইমার ছাড়াই কি ব্রাজিলের টিমকে বেশি ব্যালান্সড দেখাচ্ছে ? প্রশ্নটা উঠে গিয়েছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে হারানোর পর৷ এই মুহূর্তে সবচেয়ে সেরা ব্রাজিলিয়ান ফুটবলার ছাড়া সেলেকাওদের ব্যালান্সড দেখাচ্ছে, এ কথা বলা যায় না৷ কিন্তু ঘটনা হল, ভেনেজুয়েলার ম্যাচে নেইমার-কেন্দ্রিক ফুটবল না খেলার জন্যই ভারসাম্য ছিল কার্লোস দুঙ্গার দলে।

বার্সা তারকা না থাকায় দলের আক্রমণের দায়িত্ব ভাগাভাগি হয়েছে রবিনহো-উইলিয়ানদের মধ্যে৷ এই দুই ফুটবলারই আগের ম্যাচে দুর্দান্ত খেলেছেন৷ লিভারপুলের ফিলিপ কওতিনহো পুষিয়ে দিচ্ছেন অস্কারের না থাকাটাও৷ অনেক দিন পর ব্রাজিল টিমে ডাক পেয়েছেন রবিনহো৷ নেইমারের না থাকায় প্রথম এগারোর টিকিটও তাঁকে ধরিয়ে দিয়েছেন দুঙ্গা৷ রবিনহো বুঝিয়ে দিয়েছেন এখনও ফুরিয়ে যাননি৷ আর উইলিয়ান৷ চেলসির প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় ভূমিকা তিন ব্রাজিলিয়ানের৷ অস্কার , ফিলিপ লুইস এবং উইলিয়ান৷ রবিনহোর সঙ্গে দারুণ বোঝাপড়া তৈরি করে ফেলেছেন উইলিয়ান৷

ফরোয়ার্ডে ফিরমিনোর জন্য বল সাজিয়ে দেওয়ার কাজটাই করছেন রো-উই জুটি৷ আর্জেন্টিনা-ব্রাজিল দুই দল কোয়ার্টার ফাইনাল জিতলেই সেমিফাইনালে মুখোমুখি৷ ইতিমধ্যে আর্জেন্টিা জিতে গেছে। বাকি ব্রাজিল। প্যারাগুয়ের বিপক্ষে আজ রাতের ম্যাচে কি জিততে পারবে সেলেকাওরা? উইলিয়ানের নজর এখনই সেমির দিকে৷ বলে দিচ্ছেন , ‘ব্রাজিলের হয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে সব সময়ই দারুণ লাগে৷ সেটা যদি এই কোপা আমেরিকা সেমিফাইনালে হয় তো ভালোই হবে৷ আমরা সেই সম্ভাবনা ধরেই এগোচ্ছি৷ কিন্তু বেশি এগিয়ে ভাবলে চলবে না৷’

তবু উঠল লিওনেল মেসি প্রসঙ্গ৷ উইলিয়ানের মন্তব্য , ‘মেসি অনেকের কাছে আদর্শ৷ অসম্ভব ভালো ফুটবলার , যে চারবার বিশ্বের সেরা হয়েছে৷ আমিও ওর খেলা অবশ্যই দেখতে ভালোবাসি৷ ও এমন একজন ফুটবলার , যখন খেলে তখন অনেকে কাজ থামিয়ে রেখে ওর খেলা দেখে৷’

ভক্তদের কাছে নেইমারের পর সবচেয়ে জনপ্রিয় ডেভিড লুইজ৷ শুক্রবার কনসেপসিয়ন শহরের র‌্যাডিসন হোটেলে ঢুকলেন সেলেকাওরা৷ চিলিতে সেই সময় রাত৷ স্রেফ ব্রাজিলিয়ানদের দেখতে অনেকে ভিড় জমিয়ে ছিলেন হোটেলের বাইরে৷ তাঁদের সবচেয়ে বেশি চিৎকার করতে দেখা গিয়েছে ডেভিড লুইসকে দেখে৷

গোল করার জন্য অবশ্য নেইমারের পর ব্রাজিল তাকিয়ে ফিরমিনোর দিকে৷ হলুদ-নীল জার্সির নতুন তারকা৷ লিভারপুলে যিনি কওতিনহোর সতীর্থ হচ্ছেন এই মওসুমে৷ কোপা আমেরিকায় গোলের মধ্যেই আছেন ফিরমিনো৷ রবিনহো -উইলিয়ানের সঙ্গে ফিরমিনোর যোগাযোগের উপর অনেকটা নির্ভর করছে ব্রাজিলের ভাগ্য৷ বিপক্ষ প্যারাগুয়ের কোচও বদল হয়েছে৷ কিন্তু রক্ষণাত্মক মানসিকতা পাল্টায়নি৷ ছ’মাস আগে প্যারাগুয়ের দায়িত্ব নিয়েছেন সাবেক আর্জেন্তেনীয় ফুটবলার র‌্যামন দিয়াজ৷ দুঙ্গার এককালের বন্ধু৷ ব্রাজিল ম্যাচের আগের প্র্যাক্টিসে টিমকে বাড়তি সময় দিয়েছিলেন ডিফেন্সিভ স্ট্র্যাটেজি গুছিয়ে নিতে৷

গত বারের কোপায় কোয়ার্টার ফাইনালেই ব্রাজিলকে হারতে হয়েছিল এই প্যারাগুয়ের কাছে৷ অতিরক্ষণাত্মক ফুটবল খেলে ম্যাচ টাইব্রেকারে নিয়ে গিয়েছিল প্যারাগুয়ে৷ আর কোপার কোয়ার্টার বা সেমিফাইনালে তো এই সুবিধা ডিফেন্সিভ টিমগুলোর আছেই৷ ফাইনাল ছাড়া নকআউটে অতিরিক্স সময়ের নিয়ম নেই৷ ৯০ মিনিটে অমীমাংসিত থাকলেই টাইব্রেকার৷ উইলিয়ানের কথায় , ‘প্যারাগুয়ে কঠিন প্রতিপক্ষ৷ পুরো ৯০ মিনিট একভাবে লড়তে হবে৷ কিন্তু আমরাও জানি ওদের বিরুদ্ধে কী ভাবে লড়তে হবে৷’

সঙ্গে জুড়ে দিচ্ছেন , ‘গতবারের কোপায় ওদের বিরুদ্ধেই হারতে হয়েছিল আমাদের৷ আশা করি এবার ফল অন্য রকম হবে৷ আমরা যে রকম ভাবে খেলতে চাই , কঠিন প্রতিপক্ষকে ছিটকে দিতে সে রকম আনন্দের সঙ্গেই আশা করি খেলতে পারব৷’

চিলি আর আর্জেন্টিনা ছাড়া প্যারাগুয়েই একমাত্র টিম যারা এখনও এবার হারেনি৷ তাই ব্রাজিলের কাজটা মোটেই সহজ নয়৷ নেইমার না থাকার মানসিক অ্যাডভান্টেজও থাকছে র‌্যামোন দিয়াজের দলে৷ চ্যালেঞ্জটা প্যারাগুয়ের থেকেও বেশি করে রবিনহো -উইলিয়ান-ফিরমিনোদের৷

(ওএস/পি/জুন ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test