E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুক্তরাষ্ট্রকে বহিষ্কার করলো আইসিসি

২০১৫ জুন ২৭ ২০:৪৩:৫৪
যুক্তরাষ্ট্রকে বহিষ্কার করলো আইসিসি

স্পোর্টস ডেস্ক, ঢাকা : যুক্তরাষ্ট্রকে তৃতীয় বারের মতো আইসিসির পদ থেকে বহিষ্কার করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। শনিবার বার্বাডোজে আইসিসির বোর্ড সভায় যুক্তরাষ্ট্রকে সদস্য পদ খারিজ করা হয়। সাংগঠনিক ত্রুটির জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন, আইসিসির সভাপতি এন শ্রীনিবাসন। এ আগে ২০০৫ সালে আইসিসি যুক্তরাষ্ট্রকে সদস্যপদ প্রথম বাতিল করেছিল। এর দুই বছর পরে আবারও বহিষ্কার করা হয় এ সময়ের সবচেয়ে ক্ষমতাধর এই দেশকে। আর এবার এমনটা ঘটল তৃতীয়বারের মতো।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে আইসিসির পদ থেকে বহিষ্কার করা হলেও আগামী মাস থেকে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে তারা।

(ওএস/পি/জুন ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test