E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রাজিলের হারের জন্য ভাইরাস দায়ী!

২০১৫ জুন ২৮ ১২:৩৯:৪২
ব্রাজিলের হারের জন্য ভাইরাস দায়ী!

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে হারার জন্য ভাইরাসকে দায়ী করলেন দলটির কোচ দুঙ্গা। তিনি বলেন, কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে ব্রাজিল দলের ১৫ ফুটবলারই ভাইরাসে আক্রান্ত ছিলেন যার কারণে ম্যাচে তারা শতভাগ দিতে পারেননি।

টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে দলের কোচ বলেন, ভাইরাসে আক্রান্ত হওয়াটা কোনো অজুহাত হতে পারে না। তারপরও অসুস্থতার জন্য অনুশীলনে কাটছাঁট করেছি আমরা।

প্রস্তুতিতে ঝামেলা হয়েছে উল্লেখ করে দুঙ্গা বলেন, খেলোয়াড়রা মাথা ও পিঠের ব্যথায় আক্রান্ত ছিলেন। এ জন্য তাদের অনুশীলনও কম করিয়েছি আমরা। আর ফুটবলারদের মধ্যে কয়েকজন বমিও কয়েছেন। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে অসুস্থতা অনুভব করে উইলিয়ান আর খেলার শেষ দিকে অসুস্থ হয়েছে রবিনহো।

প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নেয় ব্রাজিল।

(ওএস/এএস/জুন ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test