E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সকালে নয় বিকেলে আসছে প্রোটিয়ারা

২০১৫ জুন ৩০ ১১:৪৬:০৭
সকালে নয় বিকেলে আসছে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রায় এক মাসের সফরে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা ছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। ইকে-৫৮২ ফ্লাইটে মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কথা থাকলেও প্রোটিয়ারা ফ্লাইট মিস করায় বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় পা রাখবে বলে জানা যায়।

দুবাইয়ে ফ্লাইট মিস করায় পরবর্তীতে ইকে-৫৮৬ ফ্লাইটে করে ঢাকায় আসার কথা অতিথি দলটির। তবে, ঠিক কি কারণে তারা ফ্লাইট মিস করেছে বিসিবি’র কেউ তা জানাতে পারেন নি।

বিকেলে বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছে বিশ্রাম নেবে সফরকারী দলটি। মিরপুরে তাদের অনুশীলন শুরু হবে বুধবার থেকে।

সফরকারী টি-টোয়েন্টি দলে ১৪ জন খেলোয়াড় এবং ১১ জন সাপোর্টিং স্টাফ আসবেন বলে বিসিবি’র সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যায়।

সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। ০৫ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। ০৭ জুলাই একই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হওয়ায় আগে ঢাকা আসছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলটি। এরপর পর্যায়ক্রমে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে এবং টেস্ট দলের বাকী সদস্যরা বাংলাদেশে আসবেন।

দক্ষিণ আফ্রিকা সর্বশেষ বাংলাদেশ সফর করে ২০০৮ সালে। সেবার স্বাগতিক দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলে অতিথিরা।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, অ্যারণ ফাঙ্গিসো, ক্যাবিসো রাবাদা, এবি ডি ভিলিয়ার্স, রিলে রুশো, ডেভিড মিলার, ক্রিস মরিস, কাইল অ্যাবোট, ওয়েন পারনেল, ডেভিড ওয়াইস, এডি লি, বার্ন হেনরিকস।

(ওএস/এএস/জুন ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test