E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দ.আফ্রিকার প্রতিপক্ষ বাংলাদেশের কন্ডিশন!

২০১৫ জুলাই ০২ ২০:১৬:২৯
দ.আফ্রিকার প্রতিপক্ষ বাংলাদেশের কন্ডিশন!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশের আবহাওয়া নিয়ে একটু বেশি চিন্তিত হয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সদস্যরা। আগেরদিন অতিথি দলের টি২০ অধিনায়ক ফাফ ডু প্লেসিস জানিয়েছিলেন, এখনকার তীব্র গরম ভোগাচ্ছে তাদের। আর বৃহস্পতিবার প্রোটিয়াদের অন্যতম অলরাউন্ডার জেপি ডুমিনি বেশ আক্ষেপ করেই বললেন, প্রতিপক্ষের আগে তাদের জন্য বড় চ্যালেঞ্জ বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া।

বৃহস্পতিবার মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে দুপুর থেকে বিকাল পর্যন্ত কঠোর অনুশীলন করেছে অতিথি দলের ক্রিকেটাররা। দুপুরে অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে অতিথি দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে আসেন জেপি ডুমিনি। প্রোটিয়াদের এ ডানহাতি ব্যাটসম্যান বলেন, ‘প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করার আগে আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া একটা বড় চ্যালেঞ্জ। কারণ, এখানে তীব্র গরম।’

উপমহাদেশের সফর মানেই গরম আর স্পিন সামলানোর বড় চ্যালেঞ্জ থাকে সব সময়। এ বিষয়ে ডুমিনি বলেন, ‘উপমহাদেশ সফরে গরমটা সব সময়ই বড় চ্যালেঞ্জ। যত দ্রুত সম্ভব এই কন্ডিশনের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। এমনিতে আমরা মাঠে খুব বেশি সম্পৃক্ত থাকি সব সময়। তবে এই গরমে দীর্ঘ সময় টিকে থাকতে হবে। তাই সতর্ক থাকতে হবে যেন খুব বেশি শক্তি আমাদের ক্ষয় না হয়।’

বিশ্বকাপের আগে থেকেই ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করে আসছে বাংলাদেশ দল। তাই প্রতিপক্ষ বাংলাদেশের প্রতি সম্মান রেখে প্রোটিয়াদের এ ডানহাতি ব্যাটসম্যান বলেন, ‘গত দুই-এক বছরে বাংলাদেশকে নিয়ে দৃষ্টিভঙ্গি অবশ্যই বদলে গেছে। বিশেষ করে আইসিসি টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের ভালো করাটা এতে বড় ভূমিকা রেখেছে। গত বিশ্বকাপে তারা কোয়ার্টার-ফাইনালে খেলেছে। দেশের মাটিতে তো ওদের হারানো আরও বড় চ্যালেঞ্জ। আমরা মোটেও তাদেরকে হালকা করে দেখছি না।’

বাংলাদেশ দলের প্রশংসা করে ডুমিনি আরও বলেন, ‘হোম কন্ডিশনে বাংলাদেশ অসাধারণ একটি দল। আর সেটা দুটো ফরম্যাটেই। তারা খুবই আত্মবিশ্বাসী। আমরা আশা করছি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে এ সিরিজে।’ বাংলাদেশের প্রশাংসা করলেও নিজ দলের শক্তির জায়গাটা জানা আছে তার। এ বিষয়ে ডুমিনি বলেন, ‘আমাদের দলে অনেক ভালো ক্রিকেটার আছে। দলের অনেক ক্রিকেটারই নিয়মিত আইপিএল খেলে। উপমহাদেশের কন্ডিশন সম্পর্কে তাদের ধারণা আছে ভালোই।’

আগামীকাল শুক্রবার ফতুল্লায় একমাত্র প্রস্তুতিমূলক টি২০ ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। এরপর ৫ ও ৭ জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টি২০ সিরিজ। তাই মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচটি কাজে লাগাতে চায় প্রোটিয়ারা। তবে টি২০তে একটি ওভারে ম্যাচের ভাগ্য পরিবর্তন হতে পারে বলে মনে করছেন জেপি ডুমিনি।

এ বিষয়ে ডুমিনি বলেন, ‘টি২০ ম্যাচে একটি ওভারই ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। তাই আমরা শুরু থেকেই এ ব্যাপারে সর্তক থাকব। আমরা পুরো সিরিজে ভালো ক্রিকেট খেলতে চাই। বিশেষ করে বিশ্বকাপের পর আমরা এ সিরিজ দিয়ে নতুনভাবে সবকিছু শুরু করতে চাই।’

(ওএস/পি/জুলাই ০২, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test