E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কমলাপুর স্টেডিয়াম পরিদর্শনে ফিফা প্রতিনিধি

২০১৫ জুলাই ০২ ২০:৩৩:২৪
কমলাপুর স্টেডিয়াম পরিদর্শনে ফিফা প্রতিনিধি

স্পোর্টস ডেস্ক, ঢাকা : কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে টার্ফ বসানোর কাজ পরিদর্শনে এসেছিলেন ফিফা প্রতিনিধি মার্কোস কেলার। বৃহস্পতিবার দীর্ঘ সময় মাঠের বিভিন্ন অংশে কাজের মান পর্যালোচনা করে দেখেন কেলার। প্রাথমিকভাবে মাঠে পাথর দিয়ে গ্রাউন্ডস তৈরির কাজ করা হয়েছে। পরিদর্শন শেষে কাজের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

কমলাপুরে টার্ফ বসানোর কাজ করছে ফিল্ড টার্ফের অঙ্গ প্রতিষ্ঠান গ্রেট স্পোর্টস ইনফ্রা। ফিফা প্রতিনিধির সঙ্গে কাজের অগ্রগতি পরিদর্শনে এসেছিলেন প্রতিষ্ঠানটির টেকনিক্যাল ম্যানেজার পিটার বেন। এ সময় উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগও। পরিদর্শন কেলার বলেন, ‘টার্ফ বসানোর জন্য মাঠ প্রস্তুত। আমি সবকিছু দেখেছি। সবমিলিয়ে ভালভাবেই কাজ এগোচ্ছে। এখন টার্ফ বসানো হবে। এর আগে মাঠের রক্ষণাবেক্ষণের ওপর আরও জোর দিতে হবে। বেশি মানুষ হাঁটাচলা করলে কাজে সমস্যা হয়। তাছাড়া ভিতরে কুকুর দেখা যাচ্ছে। এভাবে চললে কাজের ক্ষতি হবে। এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

চট্টগ্রাম বন্দরে দীর্ঘ ট্যাক্স জটিলতায় দিন আটক থাকার পর কমলাপুর স্টেডিয়ামের জন্য ফিফার কাছ থেকে আনা টার্ফ গত মাসের শেষ দিকে ঢাকায় এসে পৌঁছেছে। অবশ্য মাঠকে টার্ফ বসানোর কাজের উপযোগী করতে প্রায় ১০ মাস সময় ধরে কাজ চলছে। এখন সেই মাঠ রোল ও ওয়াটারিং করা হবে। এরপর মাঠের যেসব অংশ কিছুটা দুর্বলতা আছে তা দূর করে টার্ফ বসানোর কাজ শুরু করা হবে।

কবে নাগাদ মাঠটি খেলার ‍উপযোগী হবে? এ প্রসঙ্গে নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রেট স্পোর্টস ইনফ্রার টেকনিক্যাল ম্যানেজার পিটার বেন বলেছেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে ৭ থেকে ১০ দিন সময়ের মধ্যে টার্ফ বসানোর কাজ শুরু করা হবে। পুরো কাজ শেষে খেলার জন্য হস্তান্তর করতে সর্বোচ্চ ৬০ দিন সময় লাগতে পারে।’

(ওএস/পি/জুলাই ০২, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test