E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'ফাইনাল ম্যাচ কোন যুদ্ধক্ষেত্র নয়'

২০১৫ জুলাই ০২ ২০:৩৭:৩২
'ফাইনাল ম্যাচ কোন যুদ্ধক্ষেত্র নয়'

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আর্জেন্টিনার ফাইনালে খেলা ছিল যেন অবধারিত। মেসি থাকায় এমনিতেই দলটি অপ্রতিদ্বন্দ্বী হতে বাধ্য। সঙ্গে আগুয়েরো, ডি মারিয়া, রোহো, পাস্তোরে, মাচেরানোদের নিয়ে বতর্মান সময়ের সেরা একটি একাদশই রয়েছে জেরার্ডো মার্টিনোর হাতে। সুতরাং, কোপা শুরুর আগে সবারই দেখার বিষয় ছিল, ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে কে?

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো যেভাবে খেলেছে, তাতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে যোগ্য দলই উঠেছে ফাইনালে। স্বাগতিক চিলি। দুর্দান্ত গতিময় এর প্রেসিং ফুটবল উপহার দিচ্ছে আলেক্সিজ সানচেজের দেশ। বলা হচ্ছে এটাই চিলির সোনালি প্রজন্ম। তো তাদের বিপক্ষে আর্জেন্টিনার ফাইনালের আগে মহা জ্বল্পনা। উত্তেজনার বারুদ ছড়াচ্ছে লাতিনের আকাশে।

এ কারণেই আজেন্টাইন ডিফেন্ডার হ্যাভিয়ের মাচেরানো বলেছেন, ‘এটাও আর আট-দশটা ফুটবল ম্যাচের মত। ফাইনাল বলে তো আর এটা যুদ্ধ নয়! ’ কোপা আমেরিকার ৯৯ বছরের ইতিহাসে এই প্রথম শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে চিলি। আর আর্জেন্টিনার সামনে ২২ বছরের শিরোপা খরা ঘোচানোর মিশন। উত্তেজনার বারুদ এ কারণেই এতটা উত্তপ্ত হয়ে উঠেছে। তবে এ নিয়ে সমর্থকরা যেন শান্ত থাকে সে আহ্বানই করেছেন মাচেরানো।

মাসচেরানো বলেন, ‘আমি আশা করব লোকে বুঝবে একটি শুধুই একটি ফুটবল ম্যাচ মাত্র, কোনও যুদ্ধক্ষেত্র নয়।’ একইসঙ্গে তিনি বলেছেন, ‘অতীত সব সময় অতীতই হয়। চিলি এবং আর্জেন্টিনা প্রতিবেশী দেশ। দুটো দেশের মধ্যে নুন্যতম সম্মান থাকা প্রয়োজন। খেলায় সবসময় আনন্দ উপভোগ করা ছাড়া আর কিছুই নয়। এটাকে কখনও যুদ্ধ হিসেবে দেখা উচিত নয়। সমর্থকদের এটা বোঝা দরকার।’

চিলি অপেক্ষাকৃত শক্তিশালী দল হলেও মাসচেরানো অবশ্য তাদের হাল্কাভাবে নিচ্ছেন না। যদিও ফাইনাল জেতার ব্যাপারে আশাবাদী তিনি।

(ওএস/পি/জুলাই ০২, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test