E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অস্ট্রেলিয়াকে ছাড় দেবে না ইংলিশরা

২০১৫ জুলাই ০২ ২০:৪৫:০৮
অস্ট্রেলিয়াকে ছাড় দেবে না ইংলিশরা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : এক সপ্তাহও বাকি নেই মর্যাদার অ্যাশেজ সিরিজের। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই কথার লড়াই শুরু হয়ে গেছে। সেই লড়াইয়ে যোগ দিলেন ইংল্যান্ড দল থেকে নির্বাসিত কেভিন পিটারসেন। এই স্টাইলিশ ব্যাটসম্যান জানান, আসন্ন অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া স্বাগতিক ইংল্যান্ডের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে। তবে স্বাগতিক ইংল্যান্ড যে ছেড়ে কথা বলবে না সেটিও মানেন তিনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে বলে মনে করেন এই ইংলিশ ক্রিকেটার।

আগামী ৮ জুলাই কার্ডিফ টেস্ট টেস্ট দিয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার মর্যাদার অ্যাশেজের লড়াই শুরু হবে। অনেকেই ভাবছেন একতরফা লড়াইয়ে সিরিজ জয় করবে অস্ট্রেলিয়া। তবে তাদের সঙ্গে একমত নন সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া জোকসের হয়ে খেলা পিটারসেনের বিশ্বাস, আসন্ন অ্যাশেজে সেয়ানে সেয়ানে লড়াই হবে।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে পিটারসেন বলেন, ‘আমাদের দলে জো রুট, জেমস অ্যান্ডারসন ও অ্যালেস্টার কুকের মতো বেশ কয়েকজন দারূণ খেলোয়াড় রয়েছে। সিরিজে তাদের দারুণ খেলতে হবে। যদি তারা ভালো না করতে পারে তবে ইংল্যান্ড বেশ বিপদে পড়বে। আপনি যদি অস্ট্রেলিয়া দলের দিকে তাকান তবে দেখবেন তাদের স্কোয়াডে বেশ গভীরতা রয়েছে।’

অনেকে মনে করছেন এবারের অ্যাশেজে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিবে অস্ট্রেলিয়া। তবে তাদের সঙ্গে একমত নন পিটারসেন। এই স্টাইলিশ ব্যাটসম্যান বলেন, ‘অনেকে বলাবলি করছে ইংল্যঅন্ড দল অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পাবে না। তবে আমি তেমনটি মনে করছি। আসলে এটি মিডিয়ার সৃষ্ট গুঞ্জন। আমি মিডিয়ার গুঞ্জনকে পাত্তা দিতে চাই না। আমি শুধু মাঠের জমজমাট লড়াই দেখতে চাই।’

এরপর জমজমাট লড়াই হবে বলে আশাবাদ ব্যক্ত করে কেপি বলেন, ‘আমি মনে করি অ্যাশেজে সেয়ানে সেয়ানে লড়াই হবে। এটি আমরা যেমন মনে করছি তার চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। অস্ট্রেলিয়া বেশ কয়েকটি দিকে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে। আমি বলছি না সিরিজটা ৪-০, ৫-০ বা ৩-০ হবে। আমি মনে করি, এটি খুবই জমজমাট সিরিজ হবে।’

(ওএস/পি/জুলাই ০২, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test