E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'আর্জেন্টিনা ইতিহাসের অন্যতম সেরা দল'

২০১৫ জুলাই ০৪ ২১:১১:২৮
'আর্জেন্টিনা ইতিহাসের অন্যতম সেরা দল'

স্পোর্টস ডেস্ক, ঢাকা : লিওনেল মেসি ও ডি মারিয়াদের নিয়ে গড়া আর্জেন্টিনার বর্তমান দলটিকে দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল বলে অভিহিত করেছেন কোচ জেরার্ডো মার্টিনো।

১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপ জেতার পর ১৯৯১ ও ১৯৯৩ সালে টানা দুবার কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলে এরপর আর কোনো বড় শিরোপা জেতা হয়নি আকাশি-সাদা জার্সিধারীদের। ব্রাজিল বিশ্বকাপে সেই আক্ষেপ ঘুচানোর সুযোগ ছিল মেসিদের সামনে। তবে গোলের সহজ সুযোগ মিস করে অতিরিক্ত সময়ে গোল হজম করে শিরোপা-বিসর্জন দিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

ফলে কোপার ফাইনালে দীর্ঘ ২২ বছর কোনো মেজর শিরোপা জয়ের আক্ষেপ ঘুচানোর সুযোগ এবার মেসিদের সামনে। ফুটবল ইতিহাসে আর্জেন্টিনা বরাবরই গ্রেট প্রজন্মের জন্ম দিয়ে আসছে। তাদের মধ্যে কেউ হয়তো ট্রফি জিতেছে আবার কেউ শিরোপাহীন ক্যারিয়ার শেষ করেছে। শুক্রবার আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনোর সংবাদ সম্মেলনে উঠে আসে বিষয়টি।

জেরার্ডো মার্টিনো বলেন, ‘এটি আর্জেন্টিনার ইতিহাসের অনেক দলের মধ্যে শুধু একটি দল নয়, বরং আর্জেন্টিনার ইতিহাসের সেরা দলগুলোর একটি।’ তবে ফুটবলে শ্রেষ্ঠত্ব বিচারর করা হয় দলীয় অর্জন দ্বারা। সেই সত্যটিও মানেন মেসিদের কোচ। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, ফুটবলে আপনাকে দলীয় সাফল্য দিয়ে বিবেচনা করা হবে। সুতরাং, এরা যদি জাতীয় দলের হয়ে কিছু জিতে তবে তারা অবশ্যই আরো বেশি উচ্চ আসনে যাবে।’

মার্টিনো কোপার ফাইনালের প্রতিপক্ষ চিলিকেও ইতিহাসের সেরা চিলিয়ান প্রজন্ম বলে আখ্যায়িত করেছেন। আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো শনিবারের ফাইনালটি তার দলের জন্য টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে বলে মনে করেন। তিনি বলেন, ‘দীর্ঘ ২২ বছর পেরিয়ে গেছে আমরা জাতীয় দলের হয়ে কিছু জিততে পারিনি। তবে আমরা দুই বছরে দুটি ফাইনালে উঠেছি এবং এখন আমাদের কিছু জেতার দারুণ সুযোগ রয়েছে।’

প্রসঙ্গত, কোপা আমেরিকার ফাইনালে শনিবার বাংলাদেশ সময় রাত দুইটায় আর্জেন্টিনা ও চিলি মুখোমুখি হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল ২৪, সনি সিক্স এইচডি ও সনি কিক্স।

(ওএস/পি/জুলাই ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test