E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্রিকেটকে বিদায় জানালেন হ্যারিস

২০১৫ জুলাই ০৪ ২১:৪২:৪৭
ক্রিকেটকে বিদায় জানালেন হ্যারিস

স্পোর্টস ডেস্ক, ঢাকা : অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিস শেষ পর্যন্ত অবসরই নিয়ে ফেললেন। ইচ্ছা ছিল অ্যাশেজের পাঁচ টেস্টেই খেলা। কিন্তু তা আর হলো কই। চোটের সঙ্গে বসবাস হ্যারিস অ্যাশেজ না খেলেই অবসরের ঘোষণা দিয়ে দিলেন। ক্যারিয়ারে শুরু থেকেই হ্যারিস হাঁটুর চোটে ভুগছিলেন। শেষ পর্যন্ত সেটাই কাল হলো।

৩৫ বছর বয়সী হ্যারিস অস্ট্রেলিয়া দলে স্থলাভিষিক্ত হয়েছিলেন আরেক পেসার প্যাট কামিন্সের জায়গায়। ৮ জুলাই কার্ডিফের সোফিয়া গার্ডেনে প্রথম টেস্ট শুরুর আগে কেন্টের বিপক্ষে প্রথম চারদিনের প্রস্তুতি ম্যাচ খেললেও তিনি এসেক্সের সঙ্গে ম্যাচটি মিস করেন।

হ্যারিস গত বছর তার ডান হাঁটুতে অস্ত্রপচার করান। তার আগে অ্যাশেজে টেস্ট খেলেন ১২টি। উইকেট তুলে নিয়েছেন ৫৭টি। গড় ২০.৬৩। চোটের কারণে ইংল্যান্ড সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ছিলেন না হ্যারিস। অ্যাশেজ সিরিজ শুরুর আগে সেই চোটই বাধ সাধলো।

২০১০ সালে অভিষিক্ত হ্যারিস এ পর্যন্ত খেলেছেন ২৭ টেস্ট। উইকেট পেয়েছেন ১১৩টি। ২১ ওয়ানডেতে হ্যারিসের উইকেট সংখ্যা ৪৪টি। তবে তার উইকেটের অর্ধেকেরও বেশি ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডকে ৫-০ তে বিধ্বস্ত করা অ্যাশেজে হ্যারিস নিয়েছিলেন ২২ উইকেট।

বিদায়বেলায় কোনো আক্ষেপ নেই রায়ান হ্যারিসের কণ্ঠে। তিনি বলেন, ‘গতকাল মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আমি বুঝতে পারলাম, ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এটাই সেরা সময়। আমি অনেক ভাগ্যবান। অসাধারণ একটি ক্যারিয়ার কাটিয়েছি জাতীয় দলের হয়ে। ব্যাগি গ্রিন জার্সির মতো আর কোনো কিছু আমাকে এতো আনন্দ দিতে পারেনি।’

হ্যারিসের অনুপস্থিতিতে মিচেল জনসন এবং মিচেল স্টার্র্ক নতুন বলে শুরু করে আসছেন। তৃতীয় পেসার হিসেবে সুযোগ পেতে পারেন জস হ্যাজেলউড। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ৮.৮৩ গড়ে ১২ উইকেট নিয়েছিলেন তিনি। দলে আছেন ৫৬ টেস্টের অভিজ্ঞসমৃদ্ধ পেসার পিটার সিডলও।

(ওএস/পি/জুলাই ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test