E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উইম্বলডনে নতুন ফেদেরার

২০১৫ জুলাই ০৫ ২১:৪৯:১৩
উইম্বলডনে নতুন ফেদেরার

শোভন সাহা : শনিবারে উইম্বলডনে রজার ফেদেরার ৬-৪, ৬-৪, ৬-৭, ৬-২ সেটে অস্ট্রেলিয়ান টেনিস তারকা স্যাম গ্রোথকে হারিয়েছেন। এই জয়ের মাধ্যমে নিজের ১৮তম গ্রান্ড স্লামের দিকে অগ্রসর হচ্ছেন তিনি।

রাউন্ড ১৬তে নিজের প্রতিপক্ষ হিসাবে পাচ্ছেন স্পেনের রবার্তো বাতিস্তা আগুটকে। ৮ই আগষ্ট ১৯৮১ সালে সুইজাল্যান্ডে জন্মগ্রহণ করেন এই টেনিস কিংবদন্তী। ৩৩ বছর বয়সী ৬ফুট ১ইঞ্চি লম্বা সুদর্শন এই তারকা খেলোয়াড় ক্যারিয়ারে এই পর্যন্ত ১৭টি গ্রান্ড স্লামের সাথে সাথে আরো অনেক শিরোপা জিতেছেন। বর্তমানে টেনিস র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে আছেন তিনি। তাছাড়া এই শিরোপা থেকে ইতিমধ্যে রাফায়েল নাদাল ছিটকে পড়েছেন। সেজন্য এই টুনামেন্টে রজার ফেদেরার, নোকাভ জকোভিচ ও এন্ডি মারেকে ফেভারিট ভাবা হচ্ছে। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা ৫টি উইম্বলডনে শিরোপা জিতেছেন টেনিসের এই কিংবদন্তী। সর্বশেষ ২০১২ সালে এই শিরোপা জিতেছিলেন রজার ফেদেরার। তাঁর ১৮তম শিরোপার দিকে তাকিয়ে আছে বিশ্বের বিভিন্ন প্রান্তের অগনিত ভক্তরা। তাছাড়া তিনি ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ডাবলসে স্বর্ণ পদক জয় করেন।

(ওএস/পি/জুলাই ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test