E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ সৌরভ গাঙ্গুলির জন্মদিন

২০১৫ জুলাই ০৮ ১২:০৮:৫৭
আজ সৌরভ গাঙ্গুলির জন্মদিন

স্পোর্টস ডেস্ক : ভারতের কিংবদন্তী ক্রিকেটার কলকাতার সৌরভ গাঙ্গুলী। যিনি দাদা নামেই  সর্বাধিক পরিচিত। ১৯৭২ সালের আজকের দিনে কলকাতার বেহালাতে জন্মগ্রহণ করেন সৌরভ গাঙ্গুলি।

১৯৯৬ সালে অভিষেক টেস্টে ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করেন। এরপর ভারত দলের ব্যাটিং নির্ভরতার প্রতীকে পরিণত এই ক্রিকেটার। বাঁহাতি এই ক্রিকেটার এখন পর্যন্ত ভারতের সফলতম টেস্ট অধিনায়ক হিসেবে বিবেচিত হন। তাঁর অধিনায়কত্বে ভারত ৪৯টি টেস্ট ম্যাচের মধ্যে ২১টিতে জয়লাভ করে। ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বেই ভারত ফাইনালে পৌঁছে যায়।

সৌরভ কেবলমাত্র একজন আগ্রাসী মনোভাবাপন্ন অধিনায়কই ছিলেন না, তাঁর অধীনে যে সকল তরুণ ক্রিকেটারেরা খেলতেন, তাঁদের ক্যারিয়ার নিয়ে তিনি বিভিন্ন পরামর্শ দিতেন। এছাড়া খেলার মান উন্নয়নে করেন সহায়তা। ২০০৮ সালের ৭ অক্টোবর সৌরভ ঘোষণা করেন যে সেই মাসে শুরু হতে চলা টেস্ট সিরিজটিই হবে তাঁর জীবনের সর্বশেষ টেস্ট সিরিজ। আজ তার ৪২তম জন্মবার্ষিকী।

(ওএস/এএস/জুলাই ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test